সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১১.০৬°সে
সর্বশেষ:
সিরিয়ায় সুন্নীদের বিজয়: নেপথ্যের নায়ক হযরত ওমরের বংশধর জোলানি থার্টি ফার্স্ট নাইট নিয়ে যে সিদ্ধান্ত জানাল সরকার অস্কার তারকাদের সঙ্গে মেহজাবীন সিরিয়ায় ইরানি দূতাবাসে বিদ্রোহীদের হামলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে শুকরানা স্বরূপ সিজদায় অবনত টাইগার যুবারা পরীক্ষা হলে ক্ষোভে শিক্ষকদের পেটালেন অভিভাবকরা কুমিল্লায় বিল থেকে দুই যুবকের লাশ উদ্ধার পর্যটনকেন্দ্রে মদ খেয়ে বিএনপির ৪ নেতার তাণ্ডব, বার বন্ধ রাজস্থলীতে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত যুবক – ১ মুড়ি ভেজে সাড়া ফেলেছেন এ্যানী বেঙ্গল টাইম টিভিতে সংবাদ প্রকাশের পর গাইবান্ধায় কাঠ কয়লার কারখানায় প্রশাসনের অভিযান গাইবান্ধায় শেষ হলো ৩ দিনব্যাপী জেলা ইজতেমা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।। ময়মনসিংহ ১১টি আসনে মনোনয়নপ্রত্যাশী

বিশেষ প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ময়মনসিংহ জেলার ১১টি আসনের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দল মাঠে রয়েছেন। মনোনয়নপ্রত্যাশীদের নামের তালিকা নিচে তুলে ধরা হলো-

ময়মনসিংহ জেলার ১১টি আসনের সম্ভাব্য প্রার্থী : ময়মনসিংহ-১ আসনে (হালুয়াঘাট-ধোবাউড়া) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের জুয়েল আরেং (বর্তমান এমপি), ফারুক আহমেদ খান (সাবেক উপজেলা চেয়ারম্যান), মাহমুদুল হক সায়েম (উপজেলা চেয়ারম্যান), নিঃশেষ দ্রং (ধোবাউড়া উপজেলা), অধ্যক্ষ হেলাল উদ্দিন (ধোবাউড়া মহিলা কলেজ); বিএনপির সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আফজাল এইচ খান (সাবেক এমপি), সালমান ওমর রুবেল; জাতীয় পার্টির জাহিদুল ইসলাম পাপ্পু।
ময়মনসিংহ-২ আসনে (ফুলপুর-তারাকান্দা) মনোনয়নপ্রত্যাশীরা হলেন- আওয়ামী লীগের শরীফ আহমেদ (বর্তমান এমপি, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী), হায়াতোর রহমান খান বেলাল (সাবেক এমপি), আতাউল করিম রাসেল (উপজেলা চেয়ারম্যান), ব্যারিস্টার আবুল কালাম আজাদ (বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ), আবদুল খালেক (এনজিও গ্রামাউস নির্বাহী পরিচালক), গোলাম ফেরদৌস জিলু; বিএনপির শাহ্ শহীদ সারোয়ার (সাবেক এমপি), মোতাহার হোসেন তালুকদার (সাবেক তারাকান্দা উপজেলা চেয়ারম্যান), অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ (সাবেক এমপি), অ্যাডভোকেট সৈয়দ এনায়েত উর রহমান (ফুলপুর), আমিনুল হক (ফুলপুরের সাবেক পৌর মেয়র); জাতীয় পার্টির এনায়েত হোসেন মন্ডল (ফুলপুর), অ্যাডভোকেট সাইদুল ইসলাম, মাসুদ তালুকদার (তারাকান্দা); ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলাম মওলা ভূঁইয়া।
ময়মনসিংহ-৩ আসনে (গৌরীপুর) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ (বর্তমান এমপি), বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ, ডা. মতিউর রহমান, নাজনীন আলম, শরীফ হাসান অনু, মোর্শেদুজ্জামান সেলিম, অ্যাডভোকেট নীলুফার আনজুম পপি, সোমনাথ সাহা, গোলাম মোস্তফা (ভিপি বাবুল), একেএম আবদুর রফিক (বাকৃবির সাবেক ভিপি), রাবেয়া ইসলাম ডলি, সৈয়দ রফিকুল ইসলাম (গৌরীপুর পৌর মেয়র), অ্যাডভোকেট মোজাম্মেল হক,
শওকত উজ্জামান শাহীন; বিএনপির ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন, অ্যাডভোকেট নুরুল হক, আহাম্মদ তায়েবুর রহমান হিরণ (সাবেক উপজেলা চেয়ারম্যান), ডা. আবদুস সেলিম (ড্যাব), অ্যাডভোকেট আবদুস সোবহান সুলতান, হাফেজ আজিজুল হক; জাতীয় পার্টির শামসুজ্জামান জামাল, মোশাররফ হোসেন (সাংবাদিক) ও ডা. মোস্তাফিজুর রহমান আকাশ; বাংলাদেশের কমিউনিস্ট পার্টির হারুন আল বারী; বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের (মোজাফ্ফর) বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন মাস্টার; ইসলামী ঐক্যজোটের মাওলানা আবু তাহের খান।
ময়মনসিংহ-৪ আসনে (সদর) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের মোহিত উর রহমান শান্ত, এহতেশামুল আলম, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, আমিনুল হক শামীম, অধ্যাপক ডা. এমএ আজিজ (স্বাচিপ), আফজালুর রহমান বাবু, আহসান মো. আজাদ; বিএনপির অধ্যাপক শফিকুল ইসলাম, আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক ডা. জাহিদ হোসেন, (বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা), দেলোয়ার হোসেন খান দুলু (সাবেক এমপি); জাতীয় পার্টির বেগম রওশন এরশাদ (বর্তমান এমপি), জাহাঙ্গীর আহমেদ, মুসা সরকার।
ময়মনসিংহ-৫ আসনে (মুক্তাগাছা) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের কেএম খালিদ (সংস্কৃতি প্রতিমন্ত্রী), বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই আকন্দ, (উপজেলা চেয়ারম্যান), অ্যাডভোকেট বদর উদ্দিন আহমেদ (সাবেক উপজেলা চেয়ারম্যান), কৃষিবিদ নজরুল ইসলাম, সেলিমা সোবহান খসরু (সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর স্ত্রী), মোহাম্মদ তারেক (সাবেক এমপি শামসুল হকের ছেলে), রেজাউল করিম রেজা; বিএনপির জাকির হোসেন বাবলু, এসএম জাকারিয়া হারুন (বিএনপির বহিষ্কৃত); জাতীয় পার্টির সালাহ উদ্দিন আহমেদ মুক্তি (সাবেক এমপি)।
ময়মনসিংহ-৬ আসনে (ফুলবাড়িয়া) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের অ্যাডভোকেট মোসলেম উদ্দিন (বর্তমান এমপি), অ্যাডভোকেট আবদুর রাজ্জাক (সাবেক উপজেলা চেয়ারম্যান), অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, হারুন অর রশিদ, আবদুল মালেক সরকার (উপজেলা চেয়ারম্যান), আবদুল মান্নান (ভিসি), আবদুল কুদ্দুস,
একেএম আমিনুল ইসলাম খাইরুল, সেলিমা বেগম সালমা; বিএনপির আখতারুল আলম ফারুক, আবদুল করিম সরকার, (প্রচার সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), অ্যাডভোকেট আজিজুর রহমান (সাবেক উপজেলা চেয়ারম্যান), আশিকুল হক আশিক; জাতীয় পার্টির ডা. খন্দকার রফিকুল ইসলাম, মাহফিজুর রহমান বাবুল, নাজমুল হক; জাসদের সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু।
ময়মনসিংহ-৭ আসনে ( ত্রিশাল) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী (বর্তমান এমপি), বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন সরকার (উপজেলা চেয়ারম্যান), এবিএম আনিছুজ্জামান আনিছ (ত্রিশালের পৌর মেয়র), আমিনুল হক শামীম (এফবিসিসিআই), অ্যাডভোকেট জালাল উদ্দিন খান,
ব্রিগেডিয়ার (অব.) নজীব হাসান, ফজলে রাব্বী, আবুল কালাম শামছুদ্দিন, ইকবাল হোসেন; নুরুল আলম পাঠান মিলন; বিএনপির ডা. মাহবুবুল আলম লিটন, জয়নাল আবেদীন, আমিনুল ইসলাম আমিন সরকার; জাতীয় পার্টির অ্যাডভোকেট আবদুল বারী, আবদুর রউফ, আবদুল মজিদ, ইঞ্জিনিয়ার সুরুজ আলী মন্ডল, গোলাম সারুয়ার তপন; জাসদের রতন সরকার; ওয়ার্কার্স পার্টির সুজিত বর্মণ।
ময়মনসিংহ-৮ আসনে (ঈশ্বরগঞ্জ) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের আবদুছ ছাত্তার (সাবেক এমপি), মাহমুদ হাসান সুমন, মাসুদ হাসান তূর্ণ, অ্যাডভোকেট শাহ্ মঞ্জুরুল হক, আবু বকর সিদ্দিক ভূঁইয়া দুলাল, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম, অ্যাডভোকেট সৌমেন্দ্র কিশোর চৌধুরী, (সাবেক উপজেলা চেয়ারম্যান) ও লায়ন্স লুৎফুল্ল গণি টিটু; বিএনপির শাহ নুরুল কবীর শাহীন (সাবেক এমপি), প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, কামরুজ্জামান লিটন, অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল (এলডিপি); জাতীয় পার্টির ফখরুল ইমাম।
ময়মনসিংহ-৯ আসনে (নান্দাইল) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের আনোয়ারুল আবেদীন খান তুহিন, মেজর জেনারেল (অব.) আবদুস সালাম (সাবেক এমপি), ডা. মতিউর রহমান ভূঁইয়া (বিএমএ), আবদুল মালেক চৌধুরী স্বপন (সাবেক উপজেলা চেয়ারম্যান), অ্যাডভোকেট কবির উদ্দিন ভূঁইয়া, অ্যাডভোকেট আবদুল হাই, (সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল), জালাল উদ্দিন মাস্টার, আলমগীর কবির দোলন। বিএনপির নাসের খান চৌধুরী, (সাবেক এমপি খুররম খান চৌধুরীর ছেলে)। ইয়াসের খান চৌধুরী, এএফএম আজিজুল ইসলাম পিকুল (নান্দাইলের সাবেক পৌর মেয়র), এমডি মামুন বিন আবদুল মান্নান; জাতীয় পার্টির হাসনাত মাহমুদ তালহা, হাসমত মাহমুদ তারিক; বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অ্যাডভোকেট গিয়াস উদ্দিন; ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) মাওলানা সাইদুর রহমান।
ময়মনসিংহ-১০ আসনে (গফরগাঁও) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের ফাহমি গোলন্দাজ বাবেল (বর্তমান এমপি), অ্যাডভোকেট কায়সার আহাম্মদ (সাবেক মেয়র), এসএম ইকবাল হোসেন সুমন (পৌর মেয়র), বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) রেজাউল করিম, উবায়দুল্লাহ আনোয়ার বুলবুল, আশিকুর রহমান আশিক; বিএনপির এবি ছিদ্দিকুর রহমান, মুশফিকুর রহমান, ডা. মোফাখখারুল ইসলাম রানা, আক্তারুজ্জামান বাচ্চু, এসএম মুর্শেদ (এলডিপি); জাতীয় পার্টির ক্বারি মাওলানা হাবিবুল্লাহ বেলালী।
ময়মনসিংহ-১১ আসনে (ভালুকা) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের কাজিম উদ্দিন আহম্মেদ ধনু (বর্তমান এমপি), মনিরা সুলতানা মনি (সংরক্ষিত আসনের এমপি), গোলাম মোস্তফা, অ্যাডভোকেট আশরাফুল হক জর্জ (সহকারী অ্যাটর্নি জেনারেল), এমএ ওয়াহেদ, অধ্যাপক ডা. হদিউজ্জামান সেলিম; বিএনপির ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, মোর্শেদ আলম, অ্যাডভোকেট আজিজুল হক খান (সাবেক র্যাব কর্মকর্তা), আবুল হোসেন; জাতীয় পার্টির হাফিজ উদ্দিন মাস্টার, অ্যাডভোকেট আবদুল কাইয়ুম।ৃঙড়[্যÑ)০০০০০০০০০০০০০০০০০০০

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সিরিয়ায় সুন্নীদের বিজয়: নেপথ্যের নায়ক হযরত ওমরের বংশধর জোলানি
থার্টি ফার্স্ট নাইট নিয়ে যে সিদ্ধান্ত জানাল সরকার
অস্কার তারকাদের সঙ্গে মেহজাবীন
সিরিয়ায় ইরানি দূতাবাসে বিদ্রোহীদের হামলা
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে শুকরানা স্বরূপ সিজদায় অবনত টাইগার যুবারা
পরীক্ষা হলে ক্ষোভে শিক্ষকদের পেটালেন অভিভাবকরা

আরও খবর