সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২১.৮১°সে

দীপাবলী আসছে ‘সিংগাম এগেইন’

বিনোদন ডেস্ক
‘সিংগাম’ ও ‘মঞ্জুলিকা’-বলিউডের দুটি হিট সিনেমার দুই চরিত্র। ‘সিংগাম’ চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলেন অজয় দেবগন। চরিত্রের নামই সিনেমার নাম। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ সিনেমার তিনটি কিস্তি এর আগে মুক্তি পেয়েছে। তিনটিই হিটের তালিকায় নাম লেখাতে সক্ষম হয়েছে। সবগুলোই নির্মাণ করেছেন রোহিত শেঠি।

এবার আসছে এ সিরিজের চতুর্থ সিনেমা। নাম ‘সিংগাম এগেইন’। এরইমধ্যে সিনেমার শুটিং প্রায় শেষ। চলছে শেষ মুহূর্তের ঘষামাজা। যথারীতি এবারও সিংগাম হয়ে পুলিশের বেশে পর্দায় আওয়াজ তুলবেন অজয়। সিনেমাটি সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় আয়োজন এবারের দীপাবলীতে মুক্তির সম্ভাবনার কথা জানা গেছে।

এদিকে একই সময় মুক্তি পাবে বলিউডেরই আরেক ফ্যাঞ্চাইজি ‘ভুলভুলাইয়া’র তৃতীয় কিস্তি। ‘মঞ্জুলিকা’ মুলত এ সিনেমার কেন্দ্রিয় বা ভুমিকা চরিত্রের নাম। কমেডি হরর ঘরানার এই সিরিজটির এ চরিত্রে শুরুতে অভিনয় করেছেন বিদ্যা বালান। এরপর দেখা গেছে টাবুকে। তৃতীয় কিস্তিতে আবারও ফিরছেন বিদ্যা। সঙ্গে যথারীতি রয়েছেন কার্তিক আরিয়ান। তবে এবারের কিস্তিতে মাধুরী দীক্ষিতেরও থাকার কথা শোনা যাচ্ছে।

বর্তমানে এ সিনেমার শুটিং চলছে ভারতের বিভিন্ন প্রদেশে। পরিচালনার দায়িত্বে রয়েছেন আনিস বাজমি। ‘ভুল ভুলাইয়া-২’ও তিনি বানিয়েছিলেন। এই সিরিজটিও দর্শকপ্রিয়। ফলে একই সময়ে (দীপাবলীতে) দুই দর্শকপ্রিয় ফ্র্যাঞ্চাইজির মুক্তি বক্স অফিসে একটা সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে।

অবশ্য ‘সিংহাম এগেইন’র এর চূড়ান্ত তারিখ এখনও ঘোষণা করা হয়নি। নির্মাতা রোহিত শেঠি শুধু সম্ভাব্য তারিখের কথা বলেছেন। তবে ভক্তরা যে তাদের প্রিয় চরিত্রকে আবার পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন সেটা রোহিত কিংবা অজয়ের ইনস্টাগ্রাম আইডি ফলো করলেই বোঝা যায়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কবে মা হচ্ছেন দীপিকা
ডিপজলকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল
বিয়ে ভাঙার গুঞ্জন, যা বললেন অভিষেক
ঢাকায় শাফিন আহমেদের লাশ, দুপুরে গুলশানে জানাজা
শিক্ষার্থীদের আন্দোলনে পাশে দাঁড়ালেন কলকাতার নায়িকা
উপহার ছুঁড়ে নেটিজেনদের তোপের মুখে অমিতাভ বচ্চন

আরও খবর