দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতীকী কর্মবিরতি কর্মসূচি পালন করেছে নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীরা। সোমবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে দুপুর ১২টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ দিনাজপুর মেডিকেল হাসপাতাল কলেজ শাখার প্রয়োজনে এই প্রতীকী কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়। এসময় তারা বুকে লাল ব্যাচ ধারণ করে।
কর্মসূচি থেকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তা পদায়নের ১ দফা দাবি মেনে নেয়ার আহবান জানান তারা।
এসময় আন্দোলনকারিরা জানান, দ্রুত আমাদের দাবি মেনে নেয়া হোক। তাহলে আমরা রাস্তা ছেড়ে সেবার পেশায় ফিরে যাবো।
কর্মসূচিতে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সদস্য সচিব রাখী আকতার, সদস্য লায়লা আরজুমান ছবি, রেবেকা খাতুন, সাহিদা খানম, রওশন আরা, রায়হানা বেগম, শিল্পী রায়, হনুফা আক্তার, যুবাইয়া সুলতানা, রুমা আকতার, ইব্রাহিম হোসেনসহ সাত শতাধিক নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থী অংশগ্রহণ করেন।