অনলাইন ডেস্ক:
উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক উত্তেজনা চলার মধ্যেই দক্ষিণ কোরিয়ার বন্দরে আরও একটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় দু’টি পরমাণু শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করলো।
যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে কিছুদিন আগে একটি সামরিক চুক্তি সই হয়েছে। এর আওতায় উত্তর কোরিয়াকে মোকাবেলা করতে ওয়াশিংটন এবং সিউল সাবমেরিন মোতায়েনের এই উদ্যোগ নিল।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বলছে, উত্তর কোরিয়ার সামরিক শক্তি দিন দিন বেড়ে চলেছে।
দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী থেকে প্রকাশিত একটি বিবৃতি বলা হয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সজ্জিত ইউএসএস আনাপোলিস নামের সাবমেরিনটি গত সোমবার দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় সেজু দ্বীপে পৌঁছায়। সাবমেরিনটি বিভিন্ন ধরনের অভিযানে অংশ নেবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
দক্ষিণ কোরিয়া নৌ বাহিনীর বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক জোটবদ্ধ হওয়ার ৭০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে নানা ধরনের সামরিক তৎপরতা চালানো হবে এবং দুই দেশের মধ্যকার যৌথ সামরিক শক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
ইউএসএস আনাপোলিস মোতায়েনের এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দক্ষিণ কোরিয়ায় এসএসবিএন নামে একটি সাবমেরিন মোতায়েন করে।
সূত্র : এপি।