অনলাইন ডেস্ক:
প্যাটারসন সিটি, নিউজার্সি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির নির্বাচনে কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশি-আমেরিকান শাহীন খালিক। এ নিয়ে তৃতীয় বারের মত নির্বাচিত হলেন সিলেটের বিয়ানীবাজারের শাহীন খালিক।
মঙ্গলবার (১৪ মে) মঙ্গলবার দিনব্যাপী ভোটগ্রহণ ও গণনা শেষে শাহীন খালিককে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়। তার প্রতিদ্বন্দ্বি অপর দুই প্রার্থীর মধ্যে আরেকজন বাংলাদেশি-আমেরিকান এহিয়া খান। অপর প্রার্থীর নাম ফ্র্যাঙ্ক ফিলিপলী।
সিটির ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে শাহীন খালিকের এ জয়কে প্রবাসীরা বাংলাদেশি কমিনিউটির জয় বলে উল্লেখ করেন শাহীন খালিক।
শাহীন খালিকের জন্ম বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে। তিনি ১৯৯২ সালে ১৩ বছর বয়সে পরিবারের অন্য সদস্যদের সাথে যুক্তরাষ্ট্রে আসেন ও নিউজার্সির প্যাটারসনে স্থায়ীভাবে বসবাস করছেন।