শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫.২১°সে
সর্বশেষ:
কক্সবাজারে পৃথক পাহাড় ধসে ছয়জনের মৃত্যু চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে পাহাড় ধস, মাটি অপসারণের পর ট্রেন চলাচল স্বাভাবিক পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বড় অঙ্কের বোনাস পাচ্ছেন টাইগাররা লাশ পোড়ানোর অভিযোগে গ্রেপ্তার ডিবির আরাফাতের ৩ দিনের রিমান্ড গোপালগঞ্জে বিএনপির গাড়িবহরে হামলা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত বঙ্গোপসাগরে ডুবে গেছে মাছ ধরার ৭ ট্রলার, হতাহতের শঙ্কা দেশ গঠনে নতুন বার্তা দেবেন তারেক রহমান, জানালেন ডা. জাহিদ জামালপুরে ট্রেনে আগুন সিলেট শিক্ষাবোর্ড বেপরোয়া দুর্নীতি : চেয়ারম্যান-সচিবের অনিয়মের তদন্তে দুদক আদর্শ মানুষ গড়তে মহানবীর (সা.) আদর্শ অনুসরণের বিকল্প নেই জশনে জুলুছে আল্লামা সাবির শাহ্ ইউনূসের ‘মেগাফোন কূটনীতি’ ভারতের উদ্বেগের কারণ হয়ে দাঁড় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

তালা ভেঙে হলে উঠলেন জাবি শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি
তালা ভেঙে হলে প্রবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ রবিবার বিকেল সোয়া ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের তালা ভেঙে হলে প্রবেশ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের তালা ভেঙে প্রবেশ করেন। এরপর একে একে ফজিলাতুন্নেছা হল, রোকেয়া হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল, প্রীতিলতা হল ও শেখ হাসিনা হলের তালা ভাঙা হয়েছে। তবে শিক্ষার্থী সংখ্যা কম হওয়ায় আজ তারা হলে অবস্থান করবেন না বলে জানিয়েছেন। আগামীকাল শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি করে বাকি হলের তালা ভেঙে হলে অবস্থান করবেন।

এর আগে গতকাল শনিবার বিকেলে শিক্ষার্থীরা প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে আবাসিক হলগুলো খুলে দেওয়ার আল্টিমেটাম দেন। প্রশাসন এই সময়ের মধ্যে হল না খুলে দিলে শিক্ষার্থীরা নিজেরাই হল খোলার ব্যবস্থা করবেন বলে ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে আজ হলের তালা ভাঙেন তারা।

শিক্ষার্থীরা বলেন, গত ১৭ জুলাই দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে এক জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন। একইসঙ্গে ওই দিন বিকেল চারটার মধ্যে ১৮টি হলের আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। তখন শিক্ষার্থীরা নতুন প্রশাসনিক ভবনে সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করে রাখেন। তাদের উদ্ধার করতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন পুলিশ সদস্যরা। একপর্যায়ে শিক্ষার্থীদের ওপর ছররা গুলি, কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে সাংবাদিকসহ দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কক্সবাজারে পৃথক পাহাড় ধসে ছয়জনের মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে পাহাড় ধস, মাটি অপসারণের পর ট্রেন চলাচল স্বাভাবিক
লাশ পোড়ানোর অভিযোগে গ্রেপ্তার ডিবির আরাফাতের ৩ দিনের রিমান্ড
গোপালগঞ্জে বিএনপির গাড়িবহরে হামলা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত
বঙ্গোপসাগরে ডুবে গেছে মাছ ধরার ৭ ট্রলার, হতাহতের শঙ্কা
দেশ গঠনে নতুন বার্তা দেবেন তারেক রহমান, জানালেন ডা. জাহিদ

আরও খবর