অনলাইন ডেস্ক :
গত বছরের সেপ্টেম্বর মাসে তামিল চলচ্চিত্র ও টিভি নাটকের অভিনেত্রী ভি জে মহালক্ষ্মীকে বিয়ে করে আলোচনায় আসেন দক্ষিণি প্রযোজক রবীন্দ্রন চন্দ্রসেকরন। এবার রবীন্দ্রন আলোচনায় ভিন্ন কারণে। ২০ কোটি টাকা প্রতারণার দায়ে গ্রেফতার হয়ে খবরে উঠে এসেছেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
রবীন্দ্রন চন্দ্রসেকরনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ভুয়া কাগজপত্র দেখিয়ে বালাজি ফোর্ড নামে এক ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা করেছেন। বালাজি আরো অভিযোগ করেন, প্রযোজক তাকে দেওয়া কোনো প্রতিশ্রুতিই রাখেননি।
পরে ওই ব্যবসায়ী রবীন্দ্রনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন। এরপরই তাকে গ্রেফতার করে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা। বিষয়টি এখন তদন্তাধীন।
তামিল চলচ্চিত্র জগতে রবীন্দ্রনের বেশ নামডাক রয়েছে। তার লিব্রা প্রোডাকশনসের ব্যানারে একাধিক হিট সিনেমা তৈরি হয়েছে। তার হঠাৎ গ্রেফতার নিয়ে তাই বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
গত বছরের সেপ্টেম্বরে তিরুপাথিতে দুই পরিবারের সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে ভি জে মহালক্ষ্মী ও রবীন্দ্রনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তারা। ইনস্টাগ্রামে মহালক্ষ্মী লিখেছেন, ‘আমি সৌভাগ্যবান বলে তোমাকে আমার জীবনে পেয়েছি। ভালোবাসা দিয়ে তুমি আমার জীবন পূর্ণ করে দিয়েছ। আমি তোমাকে ভালোবাসি।’