অনলাইন ডেস্ক:পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর কাকরাইল মসজিদে সাদপন্থীদের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।আজ বৃহস্পতিবার এ তথ্য জানান তাবলীগ জামাত বাংলাদেশের (শুরায়ী নেজাম) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।top replica watches
এক সংবাদ বিজ্ঞপ্তি হাবিবুল্লাহ রায়হান জানান, কাকরাইল মসজিদে রাত্রিযাপনসহ অন্য কার্যক্রম চলাকালে শান্তিশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো রকম অবনতি না ঘটে, এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়। এতে আগামীকাল শুক্রবার থেকে তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীদের কোনোরকম বড় জমায়েত থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।buy replica Rolex daytona
তিনি আরও জানান, প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মাওলানা সাদ গ্রুপের অনুসারীদেরকে আগামীকাল শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে রাত্রিযাপনসহ সব তাবলীগ জামাতের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
buy replica Rolex datejust
Leave a Reply