সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২১.০২°সে

ঢোল হাতে নিয়ে ‘গ্যাসের দাম’ প্রচারে মন্ত্রী

অনলাইন ডেস্ক :
এবার জাতীয় নির্বাচনের আগে গ্যাসের দাম কমানোর ঘোষণা দিয়েছে নরেন্দ্র মোদি সরকার। এ খবর বাড়ি বাড়ি গিয়ে ঢোল পিটিয়ে প্রচার করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুভাষ সরকার। খবর- হিন্দুস্তান টাইমসের

এর আগে টানা রান্নার গ্যাসের দাম বাড়া নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণের মুখে পড়েছিল মোদি সরকার।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার কলকাতার বাঁকুড়ায় বদড়া গ্রামে ঢাক বাজিয়ে গ্যাসের দাম কমানোর প্রচার চালাতে দেখা গেছে ড. সুভাষ সরকারকে।
তবে তার এমন কাজের সমালোচনা করতেও ছাড়েনি তৃণমূল কংগ্রেস। দলটির বক্তব্য— ‘এসব হলো মানুষকে বোকা বানানোর নাটক।’

এদিকে বুধবার কেন্দ্রীয় সরকার নির্দেশ জারি করে সিলিন্ডার প্রতি গ্যাসের দাম ২০০ টাকা ও উজালা গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৪০০ টাকা কামানোর কথা ঘোষণা দেওয়া হয়। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখেই মোদি সরকারের এই পদক্ষেপ বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক মহল।

দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, রাখি ও ওনাম উপলক্ষ্যে রান্নার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে।

অপরদিকে এ খবর সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এদিন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে এলাকার মানুষদের বাড়ি বাড়ি পৌঁছে ঢোল পিটিয়ে প্রচার করেন। শুধু তাই নয়, এখনো যারা গ্যাসের কানেকশন পাননি তাদেরও বিনামূল্যে নতুন কানেকশন দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

সুভাষ সরকার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাখি পূর্ণিমার দিনে দেশের মহিলাদের বড় উপহার দিলেন। গ্যাসের দাম সিলিন্ডারপ্রতি ২০০ টাকা ও উজালা যোজনায় সিলিন্ডারপ্রতি ৪০০ টাকা কমানো হয়েছে। এর পাশাপাশি ৭৫ লাখ পরিবারকে বিনামূল্যে নতুন গ্যাসের কানেকশন দেওয়া হবে। প্রতিটি ব্লকে প্রায় ৮০০ করে বিনামূল্যে গ্যাসের কানেকশন দেওয়া হবে।

গ্যাসের দাম কমানো নিয়ে সুভাষ সরকারের অভিনব প্রচার কর্মসূচির কটাক্ষ করেছেন তালডাংরার তৃণমূল সংসদ সদস্য অরূপ চক্রবর্তী।

তিনি বলেন, ‘সুভাষ সরকার ভালোই নাটক জানেন। কারণ গ্যাসের দাম কমেছে বলে রাস্তায় ঢাক পেটাচ্ছেন। মোদি সরকার আসার পরেই ৪০০ টাকার গ্যাসের দাম ১২০০ টাকা হয়ে গেল। কিন্তু ৮০০ টাকা তো কমল না। মাত্র ২০০ টাকা কমল। এখনো ৬০০ টাকা গ্যাসের দাম বেড়েই আছে।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বিজয়নগরে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিতে বাধা, আহত অন্তত ২০
জর্ডানের নতুন প্রধানমন্ত্রী জাফর হাসান
৫ বছর আগে যুক্তরাষ্ট্রে হাসিনার পতনের প্লট তৈরি করা হয়?
নিউইয়র্কে ইউনূস-শাহবাজের মধ্যে বৈঠক হতে পারে
ঈদে মিলাদুন্নবীর মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত ১
সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তসহ আটক ৪

আরও খবর