1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ১২ জলদস্যু আটক - Voice of New Jersey

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ১২ জলদস্যু আটক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২২ বার দেখা হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী-কুতুবদিয়া চ্যানেলে ডাকাতির প্রস্তুতিকালে ১২ জন জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।শনিবার রাত ১২টায় উপজেলার গন্ডামারা ইউনিয়নের খাটখালী নদীর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- মো. রফিক (৪২), শহিদুল (২০), মো. টিপু (২২), মো. শাহাদাত (২৮), আমির (১৮), আরাফাত হোসেন (১৮), মো. রিদোয়ান (২২), নুরুল আবসার (২৪), আমির হোসাইন (২২), মোরশেদ (২২), আরিফ (১৯) ও নূর মোহাম্মদ (৫১)। এদের সবাই মহেশখালী ও বাঁশখালীর বাসিন্দা।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাঁশখালী-কুতুবদিয়া চ্যানেলে একটি ডাকাত দলের ডাকাতির পরিকল্পনার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খাটখালি নদীর মোহনায় সন্দেহভাজন একটি কাঠের বোট দেখতে পায় কোস্ট গার্ড। পরে তারা বোটটিকে থামানোর সংকেত দেন। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডাকাত দল। পরে ঘণ্টাখানেক ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হন কোস্টগার্ড সদস্যরা। এ সময় ১২ জনকে আটক করা হয়। বোটে তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত ৫টি ছুরি, চাপাতি ৬টি, শাবল ৫টি ও ২টি হাতুড়ি জব্দ করা হয়।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখার হালদার জানান, আটক ১২ জলদস্যু অবৈধ অস্ত্র ও বিভিন্ন মালামালসহ বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT