1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন মোদি - Voice of New Jersey

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন মোদি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৫১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ফেব্রুয়ারি মাসে হোয়াইট হাউসে তাদের বৈঠক হতে পারে বলে জানিয়েছে ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) ফ্লোরিডায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। খবর হিন্দুস্তান টাইমসের।

ট্রাম্প বলেন, ‘আজ (সোমবার) সকালে তার সঙ্গে আমার দীর্ঘ সময় আলোচনা হয়েছে। তিনি সম্ভবত ফেব্রুয়ারিতেই হোয়াইট হাউসে আসছেন। আমাদের ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে। ’

ফোনালাপ নিয়ে সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মোদি লেখেন, ‘আমরা এমন একটা ভরসাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে বদ্ধপরিকর, যা দুই দেশের জন্য লাভজনক হবে। আমাদের দুই দেশের নাগরিকদের কল্যাণ, বিশ্বশান্তি, সমৃদ্ধি ও বিশ্বের সুরক্ষার জন্য একসঙ্গে কাজ করব। ’

নরেন্দ্র মোদি সম্ভাব্য মার্কিন সফর নিয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য জানায়নি ভারত। তবে, নয়াদিল্লির কূটনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, ভারতীয় পক্ষ দুই নেতার মধ্যে একটি প্রাথমিক বৈঠকের জন্য কাজ করছে।

দুই নেতার মধ্যে ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ডোনাল্ড ট্রাম্প ভারতের আমেরিকায় তৈরি নিরাপত্তা সরঞ্জাম ক্রয় বৃদ্ধি এবং একটি ন্যায্য দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। ’

গত আমলে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প শেষ বিদেশ সফরে ভারতে যান। তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদির মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT