
মানিকগঞ্জ প্রতিনিধি:জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে মানিকগঞ্জে মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টার দিকে সদর উপজেলার পালড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে শেষ হয়। ৬ কিলোমিটার ম্যারাথনে খেলোয়াড়সহ বিভিন্ন বয়সের দৌড়বিদরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে মানিকগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় এ ম্যারাথনের আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, তরুণ প্রজন্মকে জাতীয় আন্দোলনের ইতিহাস সম্পর্কে সচেতন করা এবং শারীরিক সচেতনতা বৃদ্ধি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
ম্যারাথন শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট ও মেডেল বিতরণ করা হয়েছে।