বরিশাল প্রতিনিধি:জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন নেতাকর্মীরা।
রোববার দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।
মিছিলটি নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্থানীয় সরকার উপ-পরিচালক গৌতম বাড়ৈয়ের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। স্মারকলিপিতে তাদের মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
সমাবেশে বরিশাল মহানগর জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব মেজর (অবসরপ্রাপ্ত) রানা মোহাম্মদ সোহেল।
এ সময় আরও বক্তৃতা করেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক এসএম রহমান পারভেজ, জাতীয় পার্টির বরিশাল জেলা সদস্য সচিব এমএ জলিল, মহানগর যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম গফুর, রুস্তুম আলী খান, আকতার রহমান সপ্রু, মঞ্জুরুল ইসলাম খোকন, কামাল চৌধুরী, ফোরকান তালুকদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রানা মোহাম্মদ সোহেল বলেন, জাতীয় পার্টি ২০১৪ সাল থেকেই বিনাভোটে কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিল। জাতীয় পার্টির বিরুদ্ধে তখন থেকেই ষড়যন্ত্র চলে আসছে। এখন নতুন করে পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং প্রেসিডিয়াম সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেরীফা কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা ষড়যন্ত্রেরই প্রকাশ। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ২৪ সালের জাতীয় নির্বাচনের পূর্বে বারবার বলেছেন শেখ হাসিনা এবারো নির্বাচন নিরাপদ হতে দেবে না। এছাড়া জুলাই মাসের ছাত্র-জনতার আন্দোলনকে জিএম কাদের সবার আগে সমর্থন জানিয়েছেন।