বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৬.৩৫°সে

জার্মানির ওফেনবাগ শহরে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি থেকে
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জার্মানির ওফেনবাগ শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে সম্প্রতি আয়োজন করা হয় ঈদপরবর্তী এক মিলনমেলার।

ওফেনবাগ, ফ্রাঙ্কফুর্ট এবং আশপাশের শহরে বসবাসকারী বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এ মিলনমেলায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নতুন প্রজন্মের ছেলেমেয়েদের বিভিন্ন পরিবেশনা।

কমিউনিটি লিডার রেজা হক সিজারের সঞ্চালনায় এবং অমিয়া, জাসিয়া ওমালিহা মিরার উপস্থাপনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন খন্দকার এম গনি বিজু, জাহাঙ্গীর হোসেন, রেজাউল হক কামরান, আওলাদ হোসেন, মোস্তফা, পিন্টু, কাওছার হাওলাদার, জীবন সিকদার মনির, রুবেল, আব্দুল্লাহ, হাবীব এবং শাহজাহানসহ অনেকে।

অনুষ্ঠানে বাংলাদেশি খাবারের আয়োজন করা হয়। এসব খাবার আয়োজন করেন সালমা মোস্তফা, শেফু নেওয়াজ, মিনু মনোয়ারা, পারভিন পিন্টু, রেবা সিকদার, লিবনি নুরুদ্দিনসহ প্রবাসী বাংলাদেশি নারীরা।

অনুষ্ঠানে ছোটদের জন্য চেয়ার খেলা এবং বড়দের জন্য বালিশ খেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নতুন প্রজন্মের ছেলেমেয়েদের বিভিন্ন পরিবেশনা। বিশেষ করে তাদের নাচ। বিবাহিত জুটিদের পরিবেশনা সবাইকে আনন্দিত করে। শিশু-কিশোরদের অংশগ্রহণ অনুষ্ঠানকে করে তুলেছিল আনন্দময়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ওয়াশিংটন ডিসি থেকে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রে বাংলাদেশির ১৪ মাসের জেল
জাতিসংঘের সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ ও বিএনপির হাতাহাতি ও বোতল ছোড়াছুড়ি
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্ততের সামনে বিএনপি নিউজার্সি ষ্টেট (নর্থ) ইউএসএ বিক্ষোভ সমাবেশ
কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল ভারত
মুক্তিযোদ্ধা-কবি আসাদ চৌধুরী সিসিইউতে

আরও খবর