জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, শুক্রবার (৯ জুন) দুপুরে উপজেলার রানাগাছা ইউনিয়নের জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের ইটাইল গ্রামে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জুমার নামাজ পড়ার উদ্দেশে বেশ কয়েকজন মুসল্লি অটোরিকশায় করে ইটাইল থেকে পার্শ্ববর্তী গ্রামে একটি মসজিদে যাচ্ছিলেন। অটোরিকশাটি জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে উঠার পর বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে পাশের একটি ধানক্ষেতে পড়ে যায়।
পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সোলায়মান (৫৫) ও আব্দুল মজিদকে (৪৮) মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত হানিফ (৫৮), শফিকুল (৫৫), খলিল (৬০), সাহেদ আলী (৫৫) ও জয়নালকে (৪২) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে পথে জয়নাল ও সাহেদ আলীও মারা যান।
ওসি কাজী শাহনেওয়াজ বলেন, ‘ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি মামলা হয়েছে।’