লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ: ৩১ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭ টায় সুনামগঞ্জ শহীদ জগতজোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জল কন্যা সাহিত্য পরিষদের আয়োজনে জল কন্যা কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন ও গুনীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাবিদ অধ্যক্ষ সৈয়দ মুহিবুল ইসলাম কে সম্মাননা প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কবি কোহিনুর বেগমের সভাপতিত্বে ও শিক্ষিকা রোখসানা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যক্ষ পরিমল কান্তি দে। সম্বর্ধিত ব্যক্তিত্ব সৈয়দ মুহিবুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি সুখেন্দু সেন, সাংবাদিক ও লেখক শেরগুল আহমদ, অধ্যক্ষ মোঃ নুরজ আলী,সাংবাদিক বিজন সেন রায়,সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক রওনক আহমদ বখত সহ কবি,লেখক ও সাংবাদিক গণ উপস্থিত ছিলেন। এর আগে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিগণ ।