অনলাইন ডেস্ক:
জর্জিয়ার উত্তর-পশ্চিমের একটি পর্যটন শহরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
ককেশাস দেশটির উত্তর-পশ্চিমে বিশাল বন ও খনিজ জলের ঝর্ণার জন্য বিখ্যাত একটি ছোট রিসোর্ট শোভির আশপাশে ৩ আগস্টের ভূমিধসে এখনও নিখোঁজ সাতজনের জন্য অনুসন্ধান অভিযান চলছে।
অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের জরুরি পরিষেবা বলেছে, মোট মৃতের সংখ্যা ২৬ জন এবং উদ্ধারকারীরা আরও সাতজনকে খুঁজছেন। ৫ আগস্ট ঘোষিত পূর্ববর্তী হিসাবে মৃতের সংখ্যা ১৬ জন ঘোষণা করা হয়েছিল।
মন্ত্রণালয়ের প্রকাশিত ছবিগুলোতে উদ্ধারকারীদের মাটি সরানো ও খনন কাজ চালাতে দেখা যায়।
মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো দুর্যোগের কেন্দ্রস্থলে এবং কাছাকাছি নদীর তলদেশে অনুসন্ধান করছে।
রাজধানী তিবিলিসির ১৪০ কিলোমিটার (৯০ মাইল) উত্তর-পশ্চিমে একটি প্রত্যন্ত উপত্যকা শোভি দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত।
জর্জিয়াতে ভারী বৃষ্টিপাত এবং বন্যা মোটামুটি সাধারণ। যেখানে খাড়া ঢাল ভূমিধসের ঝুঁকি তৈরি করে।