মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৭.৪৮°সে
সর্বশেষ:
রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়ন বিএনপি’র বিশাল এক কর্মী সভা অনুষ্ঠিত দৌলতদিয়া বাস টার্মিনালে পরিবহন সেক্টরের শ্রমিক দলের আংশিক কমিটি ঘোষণা অনুষ্ঠিত অলস পড়ে আছে ২০০ কোটি টাকায় নির্মিত গাইবান্ধার বালাশী ফেরীঘাট টার্মিনাল লেবানন থেকে রাতে দেশে ফিরছেন ১৯৯ প্রবাসী ইউরোপে অবৈধ অভিবাসীদের বৈধতা ও জিএসপি নীতির সংশোধন চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু সুইং স্টেটগুলোতে কলেজ শিক্ষার্থীদের মধ্যে এগিয়ে কমলা: জরিপ নোয়াখালীর সেনবাগে সম্পূর্ণ রঙিন সাজে শুভ উদ্বোধন উপজেলা প্রেসক্লাব কে এই দবির উদ্দিন? নিজেকে অধ্যক্ষ হিসেবে জাহির করে নেমেছেন এমপিও বাণিজ্যে গাইবান্ধায় অনুষ্ঠিত হলো জলবায়ু সহনশীলতার গল্প, আলোকচিত্র প্রদর্শনী মার্কিন নির্বাচনে আবারও লড়ছেন ৬ বাংলাদেশি আমেরিকান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কখন জানা যাবে দোদুল্যমান অঙ্গরাজ্যের ফলাফল?

জয়পুরহাটে ঐতিহ্যবাহী ‌‘পাতা খেলা’ দেখতে হাজারো মানুষের ভিড়

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া তন্ত্রমন্ত্রের ‘পাতা খেলা’। জয়পুরহাট সদর উপজেলার রহমতপুর এলাকায় এ খেলার আয়োজন করেন স্থানীয় কয়েকজন যুবক। বিলুপ্তপ্রায় এমন খেলা দেখতে ভিড় করেন বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষ।

সরেজমিন দেখা যায়, জয়পুরহাটের বিভিন্ন এলাকা থেকে ৮ থেকে ১০ তান্ত্রিক দল এই প্রতিযোগিতায় অংশ নেন। শুরুতে মাঠের মধ্যে লাগানো হয় কলা গাছ। এরপর নিজ নিজ মন্ত্র দিয়ে তান্ত্রিকরা মাঠের মধ্যে থাকা পাতারূপী তুলা রাশির কয়েকজন মানুষকে মাঠের মাঝখান থেকে নিজের দিকে টানার প্রতিযোগিতা করেন। এ জন্য তান্ত্রিকরা হাড়, লাঠি, জবা ফুল, মন্ত্র পড়া লোটা ভর্তি পানি, ধুলা, আগরবাতিসহ বিভিন্ন প্রকার গাছের শিকড় বাকড় ব্যবহার করেন। যে দল তাদের মন্ত্রের মাধ্যমে বেশি পাতাকে বশ করতে পারবে, সেই দলই বিজয়ী হবে।
সুলতান মাহমুদ নামে এক দর্শক বলেন, এই পাতা খেলার নাম আগে বেশ কয়েকবার শুনেছি। কিন্তু কখনো দেখা হয়নি। এবার আমাদের এলাকায় এই খেলার আয়োজন করা হয়েছে শুনে দেখতে এসেছি।

ষাটোর্ধ্ব আফজাল হোসেন বলেন, আমাদের বাপ-দাদার আমলে এই পাতা খেলা অনেকটা দেখা যেতো। তবে কালের বিবর্তনে এই খেলা এখন তেমন একটা দেখা যায় না। আজকে অনেকদিন আবারও পাতা খেলা দেখতে পেয়ে খুব ভাল লাগছে।

আয়োজক কমিটির সদস্য তানভীর ইসলাম বলেন, হারিয়ে যাওয়া খেলাটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে। খেলাটি উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ এসেছে। আগামীতেও এমন আয়োজন করা হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়ন বিএনপি’র বিশাল এক কর্মী সভা অনুষ্ঠিত
দৌলতদিয়া বাস টার্মিনালে পরিবহন সেক্টরের শ্রমিক দলের আংশিক কমিটি ঘোষণা অনুষ্ঠিত
অলস পড়ে আছে ২০০ কোটি টাকায় নির্মিত গাইবান্ধার বালাশী ফেরীঘাট টার্মিনাল
লেবানন থেকে রাতে দেশে ফিরছেন ১৯৯ প্রবাসী
নোয়াখালীর সেনবাগে সম্পূর্ণ রঙিন সাজে শুভ উদ্বোধন উপজেলা প্রেসক্লাব
কে এই দবির উদ্দিন? নিজেকে অধ্যক্ষ হিসেবে জাহির করে নেমেছেন এমপিও বাণিজ্যে

আরও খবর