বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৬.৩৫°সে

চীনে রেস্তোরাঁয় গ্যাস বিস্ফোরণ, প্রাণ গেল ৩১ জনের

অনলাইন ডেস্ক:চীনের একটি রেস্তোরাঁয় এলপিজি গ্যাসের বিস্ফোরণে অন্তত ৩১ জনের প্রাণ গেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইনচুয়ান শহরে গতকাল বুধবার স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমিটিকে উদ্ধৃত করে জানায়, ফুয়াং বারবিকিউ রেস্তোরাঁয় এলপিজির ছিদ্র থেকে বিস্ফোরণ ঘটেছে।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমিটিকে উদ্ধৃত করে জানায়, ফুয়াং বারবিকিউ রেস্তোরাঁয় এলপিজির ছিদ্র থেকে বিস্ফোরণ ঘটেছে।

আহত সাতজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে জানায় সিনহুয়া। এ ছাড়া দুজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন, দুজনের শরীরের সামান্য অংশ পুড়েছে এবং বাকি দুজনের শরীর বিস্ফোরণে উড়ে আসা কাচে কেটে গেছে।

রাষ্ট্রায়ত্ত সিসিটিভির একটি ফুটেজে দেখা গেছে, রেস্তোরাঁ থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন। কাচসহ বিভিন্ন জিনিসপত্রের ভাঙা টুকরা চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিন পিং আহত ব্যক্তিদের সুচিকিৎসার সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

৩ মেয়েকে হত্যা,স্বীকার করেন মা-বাবার!
টেলিস্কোপে ধরা পড়ল ভাসমান গ্রহ
ওমরাহ ভিসা নিয়ে ভিক্ষা করতে যাচ্ছিলেন সৌদি আরব, বিমানবন্দরে ধরা ১৬ ভিক্ষুক
এবার দুদকের মামলায় ড. ইউনূসসহ ১৩ জনকে তলব
চিরদিনের জন্য নিষিদ্ধ হতে পারেন ট্রাম্প!
আস্থা রাখুন, ছেড়ে যাব না: জেলেনস্কিকে বাইডেন

আরও খবর