বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯.৮৫°সে
সর্বশেষ:
অচল নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় লেবাননে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯, আহত ২৮০০ ঠিকাদার আত্মগোপনে,ভোগান্তিতে ৫০ গ্রামের মানুষ ফিলিস্তিনকে সমর্থন ও ইসরাইলকে বয়কটের আহ্বান এরদোগানের ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, দুই মহাসড়কে দীর্ঘ যানজট বিজয়নগরে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিতে বাধা, আহত অন্তত ২০ জর্ডানের নতুন প্রধানমন্ত্রী জাফর হাসান ৫ বছর আগে যুক্তরাষ্ট্রে হাসিনার পতনের প্লট তৈরি করা হয়? নিউইয়র্কে ইউনূস-শাহবাজের মধ্যে বৈঠক হতে পারে ঈদে মিলাদুন্নবীর মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত ১ সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তসহ আটক ৪

চাঁদের উদ্দেশে পাড়ি দিলো ভারতের চন্দ্রযান

অনলাইন ডেস্ক:
সফলভাবে চাঁদের উদ্দেশে পাড়ি দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-৩। স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়। খবর আনন্দবাজার অনলাইন।

আগামী ২৩ থেকে ২৪ অগস্টের মধ্যে চাঁদের বুকে নামতে পারে চন্দ্রযান।

ইসরোর এই চন্দ্রযানের কেন্দ্রে রয়েছে এলভিএম-৩ রকেট। এটি চন্দ্রযানটিকে শক্তি জোগাবে এবং পৃথিবীর কক্ষপথের বাইরে ঠেলে দেবে। এলভিএম-৩ হল একটি ত্রিস্তরীয় উৎক্ষেপণ যান। এর আগে একাধিক কৃত্রিম উপগ্রহ এবং চন্দ্রযাত্রায় এই এলভিএম-৩ ব্যবহৃত হয়েছে। একে ভারতীয় রকেটের ‘বাহুবলী’ বলা হয়। এর মধ্যে দু’টি স্তরে কঠিন জ্বালানি এবং একটি স্তরে তরল জ্বালানি রয়েছে। কঠিন জ্বালানি ১২৭ সেকেন্ড ধরে জ্বলে। উৎক্ষেপণের ১০৮ সেকেন্ডের মধ্যে জ্বলতে শুরু করে তরল জ্বালানি। চন্দ্রযান-৩-এর ল্যান্ডারের নাম ‘বিক্রম’ এবং রোভারের নাম ‘প্রজ্ঞান’।

২০১৯ সালের ৬ সেপ্টেম্বর ল্যান্ডার ‘বিক্রম’-কে চাঁদের পিঠে নামাতে গিয়ে ব্যর্থ হয়েছিল ইসরোর চন্দ্রযান-২। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে চাঁদের মাটি ছোঁয়ার প্রস্তুতি নেয় ভারত। অতীতের অভিযানে পাঠানো অরবিটরটি এখনও চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে। তাই এ বারের অভিযানে ইসরো আর কোনও অরবিটার পাঠায়নি চাঁদের কক্ষপথে। চাঁদের মাটিতে নামতে কক্ষপথে থাকা চন্দ্রযান-২ এর অরবিটারেরই সাহায্য নেবে এ বার চন্দ্রযান-৩ এর সঙ্গে যাওয়া ল্যান্ডার এবং এর ভিতরে থাকা রোভার। চাঁদের মাটিতে নেমে দু’সপ্তাহ ইসরোর গবেষণা চলবে। এতে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা এবং নাসার সাহায্যও নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অচল নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়
লেবাননে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯, আহত ২৮০০
ঠিকাদার আত্মগোপনে,ভোগান্তিতে ৫০ গ্রামের মানুষ
ফিলিস্তিনকে সমর্থন ও ইসরাইলকে বয়কটের আহ্বান এরদোগানের
ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, দুই মহাসড়কে দীর্ঘ যানজট

আরও খবর