হায়দার আলী, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন ফয়েজ লেক সংলগ্ন বেল তলী ঘোনা এলাকায় অভিযান চালিয়ে ৮ একর পাহাড়ি জমি থেকে ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
৬ জুলাই ( বৃহস্পতিবার) সকাল থেকে বিকাল পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ উমর ফারুক।
জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম বলেন, “প্রথম দিনের অভিযানে নগরীর আকবর শাহ থানাধীন ফয়েজ লেক সংলগ্ন লট-৯ পাহাড়তলী মৌজার ৮ একর পাহাড়ি জায়গা থেকে প্রায় ৫শত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদকৃত এসব জায়গা যাতে পুনরায় বেদখল না হয় সেজন্য সেখানে পিলার ও কাঁটাতারের বেষ্টনী দেওয়া হয়েছে। সেখানে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়াও বেলতলীর উত্তর পাহাড়তলী মৌজার আরও প্রায় ৩ একর পাহাড়ি জমি অবৈধভাবে দখল করে নির্মিত ঘরগুলোর উচ্ছেদ করে সেখানের মালামাল অপসারণ করা হয়েছে। এছাড়াও চট্টগ্রামের পাহাড়ি এলাকা আকবর শাহ, খুলশী, বায়েজিদ থানা ও সীতাকুণ্ডসহ অন্যান্য যে সকল পাহাড়ি এলাকায় ঘর-স্থাপনা গড়ে তোলা হয়েছে সেসকল অবৈধ স্থাপনা অপসারণ ও উচ্ছেদ করা হবে। জেলা প্রশাসনের এরকম অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকিবে।”