1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
চট্টগ্রামে শিল্প খাতে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে: সিএমপি - Voice of New Jersey

চট্টগ্রামে শিল্প খাতে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে: সিএমপি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৩২ বার দেখা হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের শিল্প খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি দুর্বৃত্ত চক্র। কখনো শ্রমিক অসন্তোষ সৃষ্টি করে কখনো অপহরণের গুজব ছড়িয়ে এই অপচেষ্টা চালানো হচ্ছে। বিশেষ করে শতভাগ রপ্তানিমুখী ইপিজেডগুলোতে এই অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে।

এ বিষয়ে সাধারণ শ্রমিক ও পোশাক খাতসংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সিএমপির উপ-কমিশনার (জনসংযোগ) রইছ উদ্দিন শনিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২২ জানুয়ারি (বুধবার) চট্টগ্রাম ইপিজেড এলাকার শেলটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নামে একটি নির্মাণাধীন মূল ফটক অতিক্রম করে ৩ শিশু প্রবেশ করলে তাদের মেরে ফেলা হয়েছে বলে গুজব ছড়ানো হয়। এতে বিক্ষুব্ধ হয়ে

কিছু শ্রমিক পরদিন বিকালে ও রাতে ইপিজেড এলাকার বিভিন্ন কারখানায় জড়ো হয়ে বিক্ষোভ করেন। তারা প্রতিপক্ষ ভেবে কিছু শ্রমিকের বাসাবাড়ি ও অফিসে ভাঙচুর করেন। আগুন ধরিয়ে দেন দুটি মোটরসাইকেলে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অথচ যে ৩ জন শিশুকে মেরে ফেলা হয়েছে বলে গুজব ছড়ানো হয় তাদের সুস্থ ও স্বাভাবিক অবস্থায় উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। পরবর্তীতে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা রইছ উদ্দিন আরও বলেন, পোশাক কারখানায় চাকরি করে যারা জীবিকা নির্বাহ করেন তাদের পক্ষে কোনো ধরনের গুজব ছড়ানো বা অস্থিতিশীলতা সৃষ্টি করার প্রশ্নই আসে না। দেশ ও রাষ্ট্রবিরোধী দুর্বৃত্ত চক্র স্বার্থ হাসিলে বহিরাগতদের নিয়ে সুপরিকল্পিতভাবে চট্টগ্রামসহ সারা দেশের পোশাক খাত অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা সফল হলে দেশে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT