চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে ৮০০ পরিবারকে অন্যত্র সরানো হয়েছে। রবিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়। এর আগে গত শনিবারও ২৫০ পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছিল। প্রবল বর্ষণের কারণে চট্টগ্রামের পাহাড়গুলোতে বসবাসরতদের নিরাপদ আশ্রয়স্থলে নেওয়ার জন্য জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান পাহাড়ে অভিযান পরিচালনা করেন।
জানা যায়, আকবর শাহ এলাকার বিজয় নগর, ঝিল-১, ২, ৩, শান্তি নগর ও বেলতলীঘোনা এলাকা থেকে ৫০০ পরিবারকে সরানো হয়েছে। তাছাড়া মতিঝর্ণা এলাকা থেকে সরানো হয় ৩০০ পরিবারকে। দুটি আশ্রয় কেন্দ্রে তাদের সরানো হয়। পাহাড় থেকে ঝুঁকিপূর্র্ণভাবে বসবাসরত পরিবারকে ১৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাহাড় ও মানুষের জানমাল রক্ষায় জেলা প্রশাসনের কয়েকটি টিম কাজ করছে। তাছাড়া, প্রতিদিন মাইকিং করে মানুষকে ঝুকিপূর্ণ স্থান থেকে সরে যেতে নির্দেশনা দেওয়া হচ্ছে।
কাট্টলী সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিতে জেলা প্রশাসনের টিম কাজ করছে। ইতোমধ্যে ৮০০ পরিবারকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। সবাইকে সতর্ক করতে চলছে মাইকিং।