1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
চট্টগ্রামে একদিনে আ. লীগ-ছাত্রলীগের আরও ৩২ নেতাকর্মী গ্রেফতার - Voice of New Jersey

চট্টগ্রামে একদিনে আ. লীগ-ছাত্রলীগের আরও ৩২ নেতাকর্মী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০ বার দেখা হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আরও ৩২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে বলে জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের সদস্য মো. ইসমাইল (৬০), কোতোয়ালি থানা ওলামালীগের সহ-সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন (৪৭), মোহাম্মদ রকিবুল কাদের ওরফে মাহিম (২২), ইমন আহাম্মদ (২৪), মো. রাসেল (১৯), মো. জহেদুল ইসলাম (২৫), মো. আরিফ (৩৬), জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল শাক্কুর ফারুকী (৬৫), সাইফুল ইসলাম (৪৭), আরমান হোসেন ওরফে আরমান হাজারী (২৫), মো. সজিব (১৯), মো. সালাউদ্দিন (৪২), সৈয়দ মোহাম্মদ সাইদুল্লাহ (৩৬), মো. সোহেল রানা (২৪), রবিউল হোসেন (৪২), মো. কামরুল হাসান হৃদয় (২০), মো. রাজন হোসেন (২৪), মো. নাজমুল হোসেন (৪৩), মো. মনিরুল হক (৪৩), জাহিদ হাসান মুন্না (২০), তাসলিমা বেগম (৪০), মো. আসাদ (৩৮), মো. নুরুল হক (৪০), ছাদিয়া বেগম (২০), শারমিন আক্তার (২১), মো. আলম শাহ (৫২), মো. আকবর হোসেন খোকন (৪০), উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সেলিম ওরফে বাদশা (৪০), উত্তর পাহাড়তলী ওয়ার্ড শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল (৩৭), মো. গিয়াস উদ্দিন (৩৭), বাউরিয়া ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বেলাল উদ্দিন (৫০) ও বড় উঠান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সমর কান্তি ধর (৫২)।

সিএমপির জনসংযোগ বিভাগের এসআই মো. ইমরান হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসী বিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT