গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বৃহস্পতিবার রাতে গৌরীপুর সংবাদপত্রসেবী (হকার) সংস্থার সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুরের কৃতি সন্তান আজিম গ্রুপের গার্মেন্টস কর্মকর্তা মো. জাকির আলম।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বক্তব্য রাখেন গৌরীপুর ৯৭ ব্যাচের কামরুল হাসান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি গৌরীপুর শাখার যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, কালিখলা পূজা কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া, গৌরীপুর সংবাদপত্র সেবা সংস্থার সভাপতি আছির উদ্দিন চৌধুরী জলিল, সাধারণ সম্পাদক মো. সেকান্দর আলী, সংবাদপত্রসেবী আবু সাঈদ, সাইদুর রহমান, আব্দুল আজিজ, নাজিম উদ্দিন প্রমুখ।
স্বজন সমাবেশের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ১২ জানুয়ারি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।
Leave a Reply