সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২১.২৯°সে

গাজায় স্থল হামলা চালালে পাঁচ কারণে হারতে পারে ইসরাইল

অনলাইন ডেস্ক:
ঘনবসতিপূর্ণ গাজার অভ্যন্তরে হামাসের ওপর হামলা চালাতে পুরোদমে প্রস্তুত ইসরাইলি সেনারা। তবে ইসরাইলের এ স্থল হামলায় বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, গাজায় স্থল হামলা চালালে পরাজিত হতে পারে ইসরাইল সেনারা।

পাঁচ কারণে ইসরাইল বাহিনীর সব পরিকল্পনা ভেস্তে যেতে পারে। বাধাগুলোর মধ্যে সবার উপরে রয়েছে গাজা শহরের ঘনবসতির বিষয়টি। এই শহরের প্রতি বর্গকিলোমিটারে গড়ে সাড়ে পাঁচ হাজার মানুষ বসবাস করে। শহরের রাস্তাগুলো খুব সরু।

ইসরাইলি বাহিনীর জন্য এসব রাস্তা দিয়ে ভারী অস্ত্রে সজ্জিত আইএফভি যান এবং ট্যাংকগুলো বহন পরিচালনা করা খুব কঠিন হবে।

দ্বিতীয়ত, সংকুচিত জায়গার মধ্যে ‘বুবি ট্র্যাপ’ কিংবা পেতে রাখা ফাঁদগুলো ইসরাইলি সেনাদের জন্য তীব্র মাত্রায় ঝুঁকির কারণ হবে।

তৃতীয়ত, সিরিয়া এবং ইউক্রেন যুদ্ধের উদাহরণ। ট্যাংক বিধ্বংসী মিসাইল ও রকেট হামলায় ভারী অস্ত্র সজ্জিত একটি বড় পদাতিক বাহিনীকেও ছোট বাহিনীর কাছে বেগ পেতে হয়।

চতুর্থত, পদাতিক বাহিনীর জন্য হেলিকপ্টারের সহায়তা নেওয়াও কঠিন হবে। কারণ হামাসের সহজে বহনযোগ্য নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।

মুবার নামে এই প্রতিরক্ষা দিয়ে ইতোমধ্যেই তারা ইসরাইলের চারটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে।

পঞ্চমত, ইসরাইলি সেনারা যদি গাজায় হামলা চালায় তবে বেসামরিক হতাহতের সংখ্যা সীমিত রাখা কঠিন হয়ে যাবে। আন্তর্জাতিক মহল থেকে তখন ইসরাইলের ওপর চাপ আরও বাড়বে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বিজয়নগরে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিতে বাধা, আহত অন্তত ২০
জর্ডানের নতুন প্রধানমন্ত্রী জাফর হাসান
৫ বছর আগে যুক্তরাষ্ট্রে হাসিনার পতনের প্লট তৈরি করা হয়?
নিউইয়র্কে ইউনূস-শাহবাজের মধ্যে বৈঠক হতে পারে
ঈদে মিলাদুন্নবীর মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত ১
সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তসহ আটক ৪

আরও খবর