আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন বিএনপির ৩ নেতার পদ স্থগিত করা হয়েছে। এই ৩ নেতা হচ্ছেন, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ শওকত আলী মানিক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোনা ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জাহাঙ্গীর।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল ও সদস্যসচিব আব্দুস ছালাম মিয়ার যৌথ স্বাক্ষরে ওই সব পদ স্থগিত-সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুস ছালাম মিয়া বলেন, ‘সংগঠনবিরোধী কার্যকলাপে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করায় কামারপাড়া ইউনিয়নের ওই ৩ নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে।