আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় দিনের কর্ম শেষে রাতে বাড়ি ফেরা হলো না ভ্যানচালক রাকিব মিয়ার। প্রাণ দিতে হলো যাত্রীবাহী বাসের ধাক্কায়।শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঠুটিয়াপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব মিয়া (২০) পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের রাইসমিল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার সকাল ১০টার দিকে সাকিব মিয়া তার ভ্যানগাড়ি চালিয়ে ব্রয়লার মুরগি আনার জন্য বাজারে দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঠুটিয়াপুকুর এলাকায় পৌঁছলে গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তার ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক সাকিব নিহত হন। এ ঘটনায় উত্তেজিত জনতা কিছুক্ষণ সড়ক অবরোধ করে।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ওই স্থানে সড়ক দুর্ঘটনায় রাকিব মিয়া নামের এক যুবক নিহত হয়েছে। খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়।