ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর শুরু আগামী ৯ এপ্রিল। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস।
দীর্ঘদিন ধরে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তার ওপরই ভরসা রাখছেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা।
২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদকে আইপিএল শিরোপা উপহার দেয়া অস্ট্রেলিয়ার সাবেক সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নারের কাঁধেই থাকছে নেতৃত্ব।
ক্রিস গেইলদের পাঞ্জাব কিংসের নেতৃত্বে থাকছেন সেই লোকেশ রাহুল। গত আসরেও বলিউড সুপারস্টার প্রীতি জিনতার দলটির নেতৃত্বে ছিলেন তিনি।
গত আসরের মতো এবারও কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগান।
রাজস্থান রয়েলসের নেতৃত্ব দেবেন সাঞ্জু স্যামসন। অধিনায়ক পরিবর্তন করেছে দিল্লি ক্যাপিটালস। গত কয়েক আসরে দলটির নেতৃত্ব দিয়েছেন স্রেয়াশ আইয়ার। তবে এবার নেতৃত্ব দেবেন ভারতীয় তরুণ তারকা ব্যাটসম্যান ঋষভ পন্থ।