বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৬.৯১°সে

খেরসনের বাঁধে রুশ বাহিনীর বিস্ফোরণ, প্লাবিত হচ্ছে যুদ্ধকবলিত এলাকা

অনলাইন ডেস্ক:
দক্ষিণ ইউক্রেনের খেরসনে রাশিয়ান নিয়ন্ত্রিত অংশের নোভা কাখোভকা শহরে অবস্থিত একটি বড় বাঁধ রুশ বাহিনী ধ্বংস করেছে বলে অভিযোগ তুলেছে ইউক্রেনের সামরিক বাহিনী। এতে করে প্লাবিত হচ্ছে যুদ্ধকবলিত এলাকা। তবে এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনীর দক্ষিণ কমান্ড থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়, “কাখোভকা বাঁধ রুশ দখলদার বাহিনী উড়িয়ে দিয়েছে।” ধ্বংসের মাত্রা এবং প্লাবিত এলাকাগুলো চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে জানায়, যে বাঁধটি ধ্বংস হয়ে গেছে এবং এলাকা প্লাবিত হচ্ছে।

অন্যদিকে আরেক রাশিয়ান সংবাদ সংস্থা, আরআইএ জানায়, যে ইউক্রেনের গোলাবর্ষণে বাঁধটি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে নোভা কাখোভকার রুশ পরিচালিত মেয়র ভ্লাদিমির লিওনতিয়েভ। যদিও প্রথম দিকে বাঁধটিকে লক্ষ্যবস্তু করার খবর অস্বীকার করেছিলেন তিনি।

বাঁধটি ধ্বংসের পর পানির স্তর বাড়তে থাকায় ইউক্রেনের সামরিক প্রশাসন খেরসন অঞ্চলের দিনিপ্রো নদীর ডান তীরবর্তী বেশ কয়েকটি গ্রাম থেকে লোকজনকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব ওলেক্সি দানিলভ জানান, বাঁধে বিস্ফোরণের পর জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনীয় এবং রাশিয়ান বাহিনীর মতে, খেরসন অঞ্চলের রাশিয়ান নিয়ন্ত্রিত অংশে সোভিয়েত যুগের এই বাঁধটি ধংসের ফলে যুদ্ধকবলিত অঞ্চল জুড়ে প্রবল বন্যার সৃষ্টি করতে পারে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

৩ মেয়েকে হত্যা,স্বীকার করেন মা-বাবার!
টেলিস্কোপে ধরা পড়ল ভাসমান গ্রহ
ওমরাহ ভিসা নিয়ে ভিক্ষা করতে যাচ্ছিলেন সৌদি আরব, বিমানবন্দরে ধরা ১৬ ভিক্ষুক
এবার দুদকের মামলায় ড. ইউনূসসহ ১৩ জনকে তলব
চিরদিনের জন্য নিষিদ্ধ হতে পারেন ট্রাম্প!
আস্থা রাখুন, ছেড়ে যাব না: জেলেনস্কিকে বাইডেন

আরও খবর