বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৬.১৭°সে

খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের বাসা ‘ফিরোজায়’ যান তিনি। তাদের মধ্যে প্রায় এক ঘণ্টা আলোচনা হয়।

বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

দলের নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা যুগান্তরকে বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি চেয়ারপারসনকে অবহিত করতেই মহাসচিব তার বাসায় গিয়েছেন বলে মনে হচ্ছে। ২৮ জুলাই ঢাকায় বিএনপির মহাসমাবেশ এবং পরদিন রাজধানীর প্রবেশপথে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পুরো বিষয়টি হয়তো তার কাছে তুলে ধরা হয়েছে। এছাড়া সংঘর্ষের বিষয়টি বিদেশি কূটনৈতিকদের অবহিত করতে আজ দলের পক্ষ থেকে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সেখানে দলের অবস্থান সম্পর্কে তার পরামর্শও নেওয়া হতে পারে।

এর আগে ২৫ জুলাই রাতে চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

৩ মেয়েকে হত্যা,স্বীকার করেন মা-বাবার!
টেলিস্কোপে ধরা পড়ল ভাসমান গ্রহ
চট্টগ্রামে চোরাই কৃত ৮ মোটরসাইকেলসহ গ্রেফতার-১১
ওমরাহ ভিসা নিয়ে ভিক্ষা করতে যাচ্ছিলেন সৌদি আরব, বিমানবন্দরে ধরা ১৬ ভিক্ষুক
এবার দুদকের মামলায় ড. ইউনূসসহ ১৩ জনকে তলব
চিরদিনের জন্য নিষিদ্ধ হতে পারেন ট্রাম্প!

আরও খবর