বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ০.৫১°সে
সর্বশেষ:
কোর অব সিগন্যালস-এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত উখিয়ায় ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার কানের দুলের জন্য ১০ বছরের শিশুকে হত্যা সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র থেকে তরুণীর পলায়ন, নির্যাতনের অভিযোগ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ‘বিশাল সুযোগ’ পেতে যাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা নিউইয়র্কে ‘বাংলাদেশ সোসাইটি’র বিজয় উৎসবে সামগ্রিক কল্যাণে ঐক্যবদ্ধ থাকার সংকল্প প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরি কমিটি (২০২৪-২০২৬)গঠন রাষ্ট্র সংস্কারের আগে উপদেষ্টা সংস্কার এখন জরুরি : জেএসএফ মাদ্রাসাছাত্র হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন চীনে পথচারীদের ওপর গাড়ি, নিহত অন্তত ৩৫ ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২১১ গাইবান্ধায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা আ’লীগ সভাপতিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

কেন ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বলছেন কমলা হ্যারিস

বিবিসি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বলে মন্তব্য করেছেন তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস।

এ ঘটনা ঘটে স্থানীয় সময় বুধবার বিকালে, ওয়াশিংটন ডিসিতে। ভাইস-প্রেসিডেন্টের বাসভবনের সামনে দাঁড়িয়ে তিনি রিপাবলিকান পার্টির প্রার্থীর প্রতি এই ‘সংক্ষিপ্ত কিন্তু আক্রমণাত্মক’ মন্তব্য করেন।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ জন কেলিকে উদ্ধৃত করে ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস ট্রাম্পকে ‘মানসিক ভারসাম্যহীন ও অস্থির’ বলে অভিহিত করেছেন।

জন কেলি নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’-এর সঙ্গে তুলনা করেছেন।কমলা হ্যারিস জন কেলিকে উদ্ধৃত করে আরও বলেছেন, সাবেক এই প্রেসিডেন্টের সঙ্গে ‘ফ্যাসিস্টের সাধারণ সংজ্ঞার সঙ্গে খাপ খায়’।কমলা হ্যারিস অভিযোগ করেন যে, ডোনাল্ড ট্রাম্পের হিটলার-প্রীতি আছে।

হ্যারিস বলেন, তার এই প্রতিদ্বন্দ্বী ‘একচেটিয়া ক্ষমতা’ চেয়েছিলেন।পরে তাকে আবারও জিজ্ঞেস করা হয় যে, ‘ট্রাম্প ফ্যাসিবাদী’- এটা তিনি বিশ্বাস করেন কি না, জবাবে তিনি হ্যাঁ সূচক উত্তর দেন।এদিকে, কমলা হ্যারিসের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, তিনি বাগাড়ম্বরপূর্ণ কথা বলেই যাচ্ছেন। আমাকে অ্যাডলফ হিটলার এবং, তার মনে মনে আরও যা যা কিছু আছে, বলে ডাকতে যাচ্ছেন।

তিনি হ্যারিসকে ‘কমরেড কমলা হ্যারিস’ হিসেবে সম্বোধন করেছেন।তবে, তিনি কমলা হ্যারিসকে ‘গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ’ হিসেবেও আখ্যায়িত করেছেন।

এদিকে ট্রাম্পের প্রচারণা দল ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছে।

প্রচারণা দলের মুখপাত্র স্টিভেন চেয়াং বলেছেন যে কমলা হ্যারিস ক্রমশঃ মরিয়া হয়ে উঠছেন।কারণ, তিনি ‘নড়বড়ে হয়ে পড়েছেন’ এবং ‘তার প্রচারণা বিপর্যস্ত হয়ে পড়েছে’।আগামী পাঁচই নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ অবস্থায় এক পক্ষ আরেক পক্ষের নামে বিষোদগার করবে, এটা এক রকম স্বাভাবিক প্রবণতা।এ ধরনের বাকযুদ্ধের মূল লক্ষ্য থাকে, সমর্থকদের ভোট দেওয়ার জন্য অনুপ্রাণিত করা ও প্রতিপক্ষের প্রচারাভিযানকে ব্যাহত করা।

ডেমোক্রেটিক গ্রুপ থার্ড ওয়ে’র পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট ম্যাট বেনেটের মতে, কমলা হ্যারিস কেন জন কেলির বক্তব্যকে ধরে মন্তব্য করেছেন, সে বিষয়টি স্পষ্ট।হ্যারিসকে লক্ষ্য করে তিনি বলেন, ‘তিনি এখন যা করছেন, তা কৌশলগত’।

‘তার এটা নিশ্চিত করা দরকার ছিল যে, জন কেলি যা বলেছেন, ভোটাররা যেন তা জানতে পারেন, এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখাতে পারেন।’যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের এই সর্বশেষ মন্তব্যটিকে কয়েক সপ্তাহ ধরে চলা প্রচারণা কৌশলও বলা যেতে পারে, যাতে করে দ্বিধাদ্বন্দে থাকা রিপাবলিকানের সমর্থকরা ডেমোক্রেটিক প্রার্থীকে ভোট দেয়।

নির্বাচনকে নিয়ে করা বিভিন্ন জরিপে এটাই দেখা যাচ্ছে যে, এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে।দেশটির বড় বড় শহরগুলোর আশেপাশে ফিলাডেলফিয়া, ডেট্রয়েট, ফিনিক্সের মতো ছোট শহর আছে।সেসব শহরতলীতে শিক্ষিত কর্মজীবীদের বসবাস। তারা বরাবরই রিপাবলিকানের পক্ষে ভোট দিয়েছে।

কিন্তু এবার জরিপগুলো থেকে সেসব স্থানে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার ঘাটতি টের পাওয়া যায়।

বেনেট বলেন যে, অসন্তুষ্ট রিপাবলিকানদেরকে, বিশেষ করে যারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন কী দেবেন না – তা নিয়ে সংশয়েআছে, মিজ হ্যারিস তাদেরকে দলে টানতে চাইছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কোর অব সিগন্যালস-এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
উখিয়ায় ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার
সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র থেকে তরুণীর পলায়ন, নির্যাতনের অভিযোগ
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ‘বিশাল সুযোগ’ পেতে যাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা
নিউইয়র্কে ‘বাংলাদেশ সোসাইটি’র বিজয় উৎসবে সামগ্রিক কল্যাণে ঐক্যবদ্ধ থাকার সংকল্প
প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরি কমিটি (২০২৪-২০২৬)গঠন

আরও খবর