এন.সি জুয়েল,কুমিল্লা :
কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যম (ফেইসবুক) লাইভে এসে মাদক সেবন করা অবস্থায় নয়ন নামে এক মাদক সেবনকারীকে আটক করে পুলিশ।পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।সে পৌরসভার কিং শ্রীপুর এলাকার ইব্রাহীম খলিলের ছেলে।শুক্রবার (৪ আগস্ট) দুপুরে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তথ্যটি নিশ্চিত করেছেন।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা।চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এস আই) জুয়েল জানান,ইসমাইল হোসেন নয়ন বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকালে চৌদ্দগ্রাম কাচাঁ বাজারে ফেইসবুক লাইভে এসে মাদক সেবক করে।খবর পেয়ে তাকে মাদকের বোতল সহ আটক করা হয়।
উপজেলার সহকারী কমিশনার(ভূমি), তমালিকা পাল জানান,প্রকাশ্যে মাদকসেবন করে শান্তি বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইসমাইল হোসেন নয়নকে ১৫ দিনের কারাদন্ড ও ১শত টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।