কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৬ জুন) সকাল ১০টা থেকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই অবস্থার সৃষ্টি হয়।
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বরাতে জানা গেছে, কুমিল্লা-১১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মুজিবুল হক ও চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মো. মিজানুর রহমানের অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে শো-ডাউনের আয়োজন করে। এতে এক গ্রুপ আরেক গ্রুপকে বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুইপাশ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।