মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর,স্টাফ রিপোর্টারঃ
সারাদেশের ন্যায় বুধবার ৫ ফ্রেব্রুয়ারি সকাল ১১ টায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থাগার জেলার আয়োজনে কুড়িগ্রাম জেলা সরকারি গনগ্রন্থাগার হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়।
বিশেষ অতিথি কুড়িগ্রাম জেলা সরকারি গনগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান সি এম শাহিনুর রহমান এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়।
বিভিন্ন ক্যাটাগরি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী সফিকুর রহমান, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলেনুর রহমান, কুড়িগ্রাম সরকারি কলেজের লাইব্রেরিয়ান, কুড়িগ্রাম জেলা বে-সরকারি গনগ্রন্থাগার পরিষদের সভাপতি এম রশিদ আলী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ফয়সাল আহমেদ সাগর সহ বিভিন্ন পাঠাগারের উদ্যোক্তাবৃন্দ।
কুড়িগ্রাম জেলা বেসরকারি গনগ্রন্থাগার পরিষদের সভাপতি বলেন, ‘গ্রন্থাগার হচ্ছে জনগনের বিশ্ববিদ্যালয়, তাই গ্রন্থাগার এর উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারিভাবে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান এগিয়ে আসা উচিত।’
কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ কাজী সফিকুর রহমান বলেন, কুড়িগ্রামে এমন একটি গ্রন্থাগার হওয়া প্রয়োজন, যেখানে সবাই বই ফ্রি পড়তে পারবে এবং বিক্রয় করতে পারবে।
প্রধান অতিথি বলেন, ‘আমরা ভালো কাজে সহযোগিতা করতে সর্বদা প্রস্তুত, আমরা চাই পাঠাগার গুলো আরো মানসম্মত হোক, এই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।”