1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
কারখানায় হামলা ভাঙচুর, দুই শ্রমিক আহত - Voice of New Jersey
লিড নিউজ
রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে বিএনপি’র কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত আত্রাইয়ে শাহাগোলা ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন প্রধান উপদেষ্টার নান্দাইলে ‘কসম’ সংগ্রহে হুড়োহুড়ি পোশাক কারখানায় কাজ করতে গিয়ে অচেতন ১০ শ্রমিক, তদন্তে কমিটি বাংলাদেশের একমাত্র পরিচ্ছন্ন গ্রাম মুনলাইপাড়া হাসিনাকে রক্ষায় অর্থ বিনিয়োগকারীদের নাম প্রকাশ করুন: বুলু ইউএনওর বিরুদ্ধে অপপ্রচারকে উদ্দেশ্যপ্রণোদিত বললেন ভিপি নুর বিসিসির ১৬০ পরিচ্ছন্নতাকর্মীর চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি আছিয়াকে ধর্ষণের ঘটনায় জড়িতের বাড়িতে অগ্নিসংযোগ
শিরোনামঃ
রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে বিএনপি’র কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত আত্রাইয়ে শাহাগোলা ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন প্রধান উপদেষ্টার নান্দাইলে ‘কসম’ সংগ্রহে হুড়োহুড়ি পোশাক কারখানায় কাজ করতে গিয়ে অচেতন ১০ শ্রমিক, তদন্তে কমিটি বাংলাদেশের একমাত্র পরিচ্ছন্ন গ্রাম মুনলাইপাড়া হাসিনাকে রক্ষায় অর্থ বিনিয়োগকারীদের নাম প্রকাশ করুন: বুলু ইউএনওর বিরুদ্ধে অপপ্রচারকে উদ্দেশ্যপ্রণোদিত বললেন ভিপি নুর বিসিসির ১৬০ পরিচ্ছন্নতাকর্মীর চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি আছিয়াকে ধর্ষণের ঘটনায় জড়িতের বাড়িতে অগ্নিসংযোগ

কারখানায় হামলা ভাঙচুর, দুই শ্রমিক আহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৫২ বার দেখা হয়েছে

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শ্রমিক আহতের ঘটনায় সড়কে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানায় ভাঙচুর চালায় তারা। এতে দুই শ্রমিক আহত হয়েছেন।বুধবার সকালে উপজেলার কামরাঙ্গারচলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে কারখানাটি ছুটি ঘোষণা করা হয়; ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ, পুলিশ ও শ্রমিকরা জানান, উপজেলার তেলিচালা, কামরাঙ্গারচালা, মৌচাকসহ বিভিন্ন এলাকার শ্রমিকরা বিভিন্ন সময় ছিনতাইয়ের শিকার হচ্ছেন। ছিনতাইকারীদের গ্রেফতার ও এক শ্রমিক আহত হওয়ার ঘটনার বিচার দাবিতে মঙ্গলবার বিকাল থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।

ওই সময় শ্রমিকরা ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে যোগ দিতে বলেন; কিন্তু শ্রমিকরা তাতে অংশ না নিয়ে উল্টো বহিরাগত শ্রমিকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে বহিরাগত শ্রমিকরা চলে যান।

ওই ঘটনার জেরে বুধবার সকাল সাড়ে ৯টায় ল্যাভেন্ডার কারখানায় হামলা চালায়। তারা কারখানাটির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ভেতরে থাকা গার্মেন্টস ভবনের গ্যাস, মূল্যবান মালামাল, আসবাবপত্র ও যানবাহনে ভাঙচুর করে। খবর পেয়ে সেনাবাহিনী, থানা ও শিল্প পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওই কারখানার সুপারভাইজার মোহাম্মদ কামাল বলেন, মঙ্গলবার বহিরাগত শ্রমিকদের কাউন্টার অ্যাটাক করা হয়। তা নিয়ে আজকে এটিএস কারখানাসহ অন্য বহিরাগত শ্রমিকরা আমাদের কারখানায় হামলা চালিয়েছে। তাদের প্রতিহত করা হলে আমাদের ওপরও হামলা চালানো হয়। পরে তারা গেট ভেঙে ভেতরে ঢুকে। কারখানায় ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।

কারখানার এইচআর অ্যাডমিন মো. আখতারুজ্জামান জানান, বহিরাগত শ্রমিকরা হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। প্রাথমিকভাবে ধারণা করছি তিন কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ওই ঘটনার পর কারখানা ছুটি দেওয়া হয়েছে। পরবর্তীতে খোলার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ, গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, হামলার ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এর সঙ্গে আরও নানান কারণ থাকতে পারে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT