পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের স্বরূপকাঠিতে একাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। উত্তর ব্যাসকাঠি গ্রামের হিমেল বিশ্বাসসহ (২২) তিনজনকে আসামি করে রোববার রাতে ওই মামলা করেন ধর্ষণের শিকার ছাত্রীর মা।
সোমবার ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন দপ্তরে পাঠানো হয়েছে।
বাদীর অভিযোগ, তার কন্যা রাজবাড়ী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। কলেজের পার্শ্ববর্তী উত্তর ব্যাসকাঠি গ্রামের হীরালাল বিশ্বাসের পুত্র বখাটে হিমেল বিশ্বাস তার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে সখ্য গড়ে তোলে। একপর্যায়ে ওই ছাত্রীকে জোর করে জনৈক আলী হোসেনের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। ঘটনাটি না বলার জন্য হিমেল ওই ছাত্রীকে নানাভাবে ভয়ভীতি দেখায়।
নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি মো. গোলাম ছরোয়ার বলেন, মামলা হওয়ার পরে ধর্ষিতার মেডিকেল পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন দপ্তরে পাঠানো হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
নেছারাবাদ (স্বরূপকাঠি)