মঙ্গলবার, ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ৪.৮১°সে
সর্বশেষ:
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত চীনের জলসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ায় নিহত ১১ জয়পুরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু ঘূর্ণিঝড় মিগজাউম আরও অগ্রসর হয়েছে আমেরিকায় জন্ম নেয়া এক মুসলিম ডাক্তারের ৬১ বছর বয়সে সিটিজেনশিপ বাতিল আন্তর্জাতিক ফারাক্কা কমিটির চেয়ারম্যান ও ফোবানা’র সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান সালু গুরুতর অসুস্থ, দোয়া কামনা নিউজার্সীর আটলান্টিক সিটিতে ‘শীতকালীন ওয়ান্ডারল্যান্ড হলিডে প্যারেড’ নিউইয়র্কে ছুরি হামলায় দুই শিশুসহ নিহত ৪ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাড়ছে দাগি সন্ত্রাসীদের আনাগোনা, কিশোর গ্যাংও সক্রিয় রাজশাহীতে ১৭ মনোনয়নপত্র বাতিল, সবাই স্বতন্ত্র

কমিউিনিটি পুলিশিং কে আরও স্মার্ট করতে হবে – ডিসি সুনামগঞ্জ

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ ::
পুলিশ জনতা ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।

শনিবার বিকেলে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়, এর পূর্বে সুনামগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের করা হয় র‌্যালিটি শহরের আলফাত উদ্দিন স্কয়ার রোড এলাকা হয়ে মিলনাতনে গিয়ে মিলিত হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. এহসান শাহের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার শুভাষীশ ধর’এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, , সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সদর উপজেলা পুলিশিং কমিউিনিটির সভাপতি নুরুল রব চৌধুরী প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. এহসান শাহ বলেন, আমরা জনগণের প্রতি কৃতজ্ঞ, কারণ অপরাধ সংঘটের ৯০ থেকে ৯৫ শতাংশ খবর আসে সাধারণ জনগণের মধ্য দিয়েই, তাই পুলিশ জনগণের বন্ধু। এই কমিউনিটি পুলিশিংকে আমাদের স্মার্ট করতে হবে এবং সেটি আপনাদের সহযোগিতায় সেজন্য আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।

আলোচনা সভার শুরুতে কোরআন ও গীতা পাঠ করেন, কনস্টেবল আশরাফুল ইসলাম ও চৌতি রাণী দাস। এছাড়া সভায় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং ডে’র সদস্য পুরস্কার পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ও শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার পেয়েছেন এসআই আনোয়ার হোসেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
জয়পুরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস
রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
ঘূর্ণিঝড় মিগজাউম আরও অগ্রসর হয়েছে
সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাড়ছে দাগি সন্ত্রাসীদের আনাগোনা, কিশোর গ্যাংও সক্রিয়
রাজশাহীতে ১৭ মনোনয়নপত্র বাতিল, সবাই স্বতন্ত্র

আরও খবর