গাজীপুর প্রতিনিধি:
কড়া নিরাপত্তায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে বসানো ৪৪৩৫টি সিসি ক্যামেরার মাধ্যমে রাজধানীর আগারগাঁও থেকে সরাসরি ভোটের পরিস্থিতির ওপর নজর রাখছে নির্বাচন কমিশন।
গোপন কক্ষে প্রবেশ এবং ভোটদানে প্রভাবিত করার বিষয়টি সিসিটিভিতে দেখে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এ সময় ১০১ নম্বর কেন্দ্রে রিয়াদুল ইসলাম রিয়াজ নামে একজন আটক করা হয়।
এছাড়াও ১০৩ নম্বর কেন্দ্রে আবু তাহের নামে এক নৌকার এজেন্টকে তিনদিন আটক রাখার আদেশ দিয়েছেন ম্যাজিস্ট্রেট।
বিষয়টি একজন নির্বাচন কমিশনার বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন।