প্রবাস ডেস্ক:লেবাননে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধবিরতি উদযাপনকালে ফাঁকা গুলিতে জয় আহমেদ নামের ৩ বছরের এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হয়েছে। গতকাল বুধবার সকালে দেশটির হাদাত এলাকায় এ ঘটনাটি ঘটে।
শিশুটির বাবা লেবানন প্রবাসী জীবন মাহমুদ জানান, যুদ্ধের কারণে তিনি লেবাননের দাহি এলাকা থেকে হাদাত এলাকায় একটি গির্জায় আশ্রয় নিয়েছিলেন।বুধবার সকালে সন্তানকে নিয়ে খোলা জায়গায় হাঁটছিলেন।
এ দিন ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় লেবানিজরা আনন্দ উল্লাস করে এবং উপরের দিকে ফাঁকা গুলি ছোড়ছিল। হঠাৎ একটি গুলি জয়ের বাম কব্জিতে লাগলে সে আহত হয়।
জানা গেছে, স্থানীয় হাসপাতাল মাউন্ট লেবাননে চিকিৎসা নিচ্ছে জয়। এখন সে অনেকটাই শঙ্কামুক্ত।এ ছাড়া, লেবানিজদের ছোড়া ফাঁকা গুলিতে দাহি এলাকায় একজন নিহত হয়েছে বলেও জানা গেছে।