নীলফামারী প্রতিনিধি
ভারী বৃষ্টিপাত আর উজানের ঢলে নীলফামারীতে কিছুটা বেড়েছে তিস্তা নদীর পানি। রোববার (১৩ আগস্ট) বেলা ১২ টার দিকে তিস্তা ব্যারাজের নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার (৫২ দশমিক ১৫ মিটার) ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কী করণ কেন্দ্র জানায়, তিস্তার উজান ভারত অংশে ভারী বৃষ্টিপাত হওয়ায় উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল আর স্থানীয় বৃস্টিপাতে শনিবার রাত থেকে বাড়তে থাকে তিস্তা নদীর পানি। যা আজ (রোববার) সকাল ৬ টায় বিপদসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এরপর সকাল ৯টায় এবং বেলা ১২টায় দুই দফায় নদীর পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে তিস্তা ব্যারাজারে ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ণ বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা জানান, ‘পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় তিস্তা নদীর পানি বৃদ্ধির পাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারাজের সব কটি জলকপাট খুলে রাখা হয়েছে।’