মঙ্গলবার, ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ৪.৮১°সে
সর্বশেষ:
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত চীনের জলসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ায় নিহত ১১ জয়পুরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু ঘূর্ণিঝড় মিগজাউম আরও অগ্রসর হয়েছে আমেরিকায় জন্ম নেয়া এক মুসলিম ডাক্তারের ৬১ বছর বয়সে সিটিজেনশিপ বাতিল আন্তর্জাতিক ফারাক্কা কমিটির চেয়ারম্যান ও ফোবানা’র সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান সালু গুরুতর অসুস্থ, দোয়া কামনা নিউজার্সীর আটলান্টিক সিটিতে ‘শীতকালীন ওয়ান্ডারল্যান্ড হলিডে প্যারেড’ নিউইয়র্কে ছুরি হামলায় দুই শিশুসহ নিহত ৪ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাড়ছে দাগি সন্ত্রাসীদের আনাগোনা, কিশোর গ্যাংও সক্রিয় রাজশাহীতে ১৭ মনোনয়নপত্র বাতিল, সবাই স্বতন্ত্র

উইপোকা খেয়ে ফেলল ব্যাংকের ১৮ লাখ রুপি!

অনলাইন ডেস্ক
ঘটনাটি ভারতের। দেশটির উত্তরপ্রদেশের মোরাদাবাদের এক বৃদ্ধা মেয়ের বিয়ের জন্য তিল তিল করে রুপি জমিয়েছিলেন। সেই রুপি যাতে সুরক্ষিত থাকে এবং প্রয়োজনে ব্যবহার করা যায়, সেজন্য ব্যাংকের লকারে রেখে এসেছিলেন সেগুলো। মোট ১৮ লাখ টাকা গচ্ছিত রেখেছিলেন তিনি। কিন্তু সেই রুপি খেয়ে ফেলল উইপোকা।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই বৃদ্ধার নাম অলকা পাঠক। তিনি তার সারা জীবনের সঞ্চয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রেখে এসেছিলেন গত বছরের অক্টোবরে। রুপির সঙ্গে গয়নাও রেখেছিলেন ব্যাংকের লকারে। বৃদ্ধা নিশ্চিন্ত ছিলেন, সময়মতো ওই রুপি এবং গয়না তিনি ব্যাংক থেকে নিয়ে আসবেন। যেহেতু এক বছর হয়ে গিয়েছিল, তাই ব্যাংকের নিয়ম অনুযায়ী কেওয়াইসি আপডেট করাতে হতো ওই বৃদ্ধাকে। আর সেই কেওয়াইসি আপডেট করানোর জন্য তাকে ব্যাংক থেকে ডেকে পাঠানো হয়।
সোমবার ব্যাংকে কেওয়াইসি জমা দিতে গিয়েছিলেন অলকা। কেওয়াইসি জমা দেওয়ার পর নিজের গচ্ছিত সম্পদ ঠিক আছে কি না তা দেখার জন্য লকার খোলেন। কিন্তু এ কী! বান্ডিল বান্ডিল রুপি উধাও! লকারের ভিতর কিলবিল করছে উইপোকা। তার আর বুঝতে বাকি থাকেনি, কী সর্বনাশ হয়ে গেছে। আর সেই সর্বনাশের মূলে কে। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান।

অলকা জানিয়েছেন, বড় কন্যার বিয়ের সময় বেশ কিছু রুপি পেয়েছিলেন তিনি। এছাড়া ছোট একটা ব্যবসা চালান। সেখান থেকে অর্জিত রুপিও ছোট কন্যার বিয়ের জন্য জমাচ্ছিলেন। মোট ১৮ লাখ রুপি নগদ জমিয়েছিলেন অলকা। তারপর সেই রুপি এবং কিছু গয়না গত বছরের অক্টোবরে ব্যাংকের লকারে রেখে আসেন।

অলকার দাবি, লকারে যে রুপি রাখা যায় না, সেটা তিনি জানতেন না। ব্যাংক ম্যানেজার জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে, ফ্রি প্রেস জার্নাল

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

চীনের জলসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ায় নিহত ১১
বিধানসভা নির্বাচন: ৪ রাজ্যের ৩টিতে এগিয়ে বিজেপি
১ দিনে ৭শ ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিল ইসরায়েল
স্বামীর খোঁজে বাংলাদেশে ভারতীয় তরুণী
কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে যে প্রতিশ্রুতি দিল ২২ দেশ

আরও খবর