অনলাইন ডেস্ক:
ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশে বিয়েবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫০ জনে দাঁড়িয়েছে। টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বর ও কনে এখনো জীবিত আছেন। বর ও কনে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
নিনেভেহ প্রদেশের গভর্নর নিজিম আল জুবোরি জানিয়েছেন, এখনো মৃতের সংখ্যা চূড়ান্ত করা যাচ্ছে না। তবে তিনি মনে করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে আল-হামদানিয়া জেলায় মর্মান্তিক এই দুর্ঘটনা হয়। দুঃখ প্রকাশ করে সার্বিক সহায়তার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শিয়া আল সুদানী। ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরে তল্লাশি চলছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আতশবাজি থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। ইরাকের সিভিল ডিফেন্স বিভাগের মহাপরিচালক জানান, ভবনের ভেতরে আয়োজিত অনুষ্ঠানের সাজসজ্জায় ব্যবহার করা সামগ্রী এবং দাহ্য পদার্থের কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। সূত্র: বিবিসি, আল জাজিরা