অনলাইন ডেস্ক :
ইউরোপের উত্তরাঞ্চলে বেড়ে গেছে গরম। এরই মধ্যে শুরু হয়েছে দাবদাহ। তাপমাত্রায় নতুন রেকর্ড হতে পারে। গরমের কারণে এবার রোমসহ ১৬ শহরে রেড অ্যালার্ট জারি করেছে ইতালি।
ইতালির আবহাওয়া বিভাগের বরাতে শনিবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, রেড অ্যালার্ট বা বিশেষ সতর্কতা জারি করা শহরের মধ্যে রয়েছে ফ্লোরেন্স ও বোলোগনা।
এ তালিকায় থাকা সিসিলি ও সারদিনিয়া শহরে তাপমাত্রা ৪৯ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। রেড অ্যালার্ট জারি করা মানে, সেসব শহরের সবাই দাবদাহের ঝুঁকিতে রয়েছেন। এমনকি সুস্থ ব্যক্তিরাও।
ইতালির সরকার বলছে, বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যেন কেউ সরাসরি রোদে না যায়। এ ছাড়া বয়স্কদের বিশেষ খেয়াল রাখতে বলা হয়েছে। শুধু ইতালিতে নয়, গ্রিস ও স্পেনেও অত্যধিক গরম অনুভূত হচ্ছে। এর মধ্যে গ্রিসে ঘুরতে যাওয়া ভ্রমণকারীরা সংকটে পড়েছেন।ইউরোপের উত্তরাঞ্চলে বেড়ে গেছে গরম। এরই মধ্যে শুরু হয়েছে দাবদাহ। তাপমাত্রায় নতুন রেকর্ড হতে পারে। গরমের কারণে এবার রোমসহ ১৬ শহরে রেড অ্যালার্ট জারি করেছে ইতালি।
ইতালির আবহাওয়া বিভাগের বরাতে শনিবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, রেড অ্যালার্ট বা বিশেষ সতর্কতা জারি করা শহরের মধ্যে রয়েছে ফ্লোরেন্স ও বোলোগনা।
এ তালিকায় থাকা সিসিলি ও সারদিনিয়া শহরে তাপমাত্রা ৪৯ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। রেড অ্যালার্ট জারি করা মানে, সেসব শহরের সবাই দাবদাহের ঝুঁকিতে রয়েছেন। এমনকি সুস্থ ব্যক্তিরাও।
ইতালির সরকার বলছে, বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যেন কেউ সরাসরি রোদে না যায়। এ ছাড়া বয়স্কদের বিশেষ খেয়াল রাখতে বলা হয়েছে। শুধু ইতালিতে নয়, গ্রিস ও স্পেনেও অত্যধিক গরম অনুভূত হচ্ছে। এর মধ্যে গ্রিসে ঘুরতে যাওয়া ভ্রমণকারীরা সংকটে পড়েছেন।