অনলাইন ডেস্ক:
আমেরিকায় লস অ্যাঞ্জেলেসে শুটিং করতে গিয়ে আহত হয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। অভিনয় করতে গিয়েই আঘাত পান শাহরুখ খান। শুরু হয় নাক দিয়ে রক্ত ঝরা শুরু হয়। তড়িঘড়ি করে নেওয়া স্থানীয় হাসপাতালে। সঙ্গে সঙ্গে একটি ছোট অস্ত্রোপচার করা হয় তার।
মঙ্গলবার এ খবর দিয়েছে আনন্দবাজার অনলাইন।
আনন্দবাজার তাদের প্রতিবেদনে জানিয়েছে, দুর্ঘটনার পরে শাহরুখ খান ভারতে ফিরে এসেছেন। তার নাকে ব্যান্ডেজ দেখা গেছে। তিনি এখন বাড়িতে আছেন এবং সেরে উঠছেন।
বলিউড বাদশা লস অ্যাঞ্জেলেসে শুটিং করছিলেন। এ সময় তিনি নাকে ব্যথা পান। রক্তক্ষরণ শুরু হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকরা জানান, শাহরুখের নাকে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে। উদ্বেগের কিছু নেই।
শাহরুখ বেশ কয়েক দিন ধরে দেশের বাইরে ছিলেন। লস অ্যাঞ্জেলেসে কোন সিনেমার সেটে এমন দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনায় শাহরুখ বা তার টিমের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি। সূত্র: আনন্দবাজার