1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
আমরা ছাত্রদের বিরুদ্ধে কোন পদক্ষেপে নিতে বা কঠোর হতে চাই না - স্বরাষ্ট্র উপদেষ্টা - Voice of New Jersey

আমরা ছাত্রদের বিরুদ্ধে কোন পদক্ষেপে নিতে বা কঠোর হতে চাই না – স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৭ বার দেখা হয়েছে

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:
আমরা ছাত্রদের বিরুদ্ধে কোন পদক্ষেপে নিতে বা কঠোর হতে চাই না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী(অবঃ)।তিনি মঙ্গলবার সকাল ১১টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শাহগঞ্জ শ্রীপুরের মাটিয়ান হাওরের বাঁধ পরিদর্শন করে এ কথা গুলো বলেন।

এসময় কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী(অবঃ)আরও বলেন,ছাত্র আন্দোলন করুক, আমরা চাই তারা আন্দোলনের পূর্বে আমাদের সাথে আলোচনায় বসে সমাধান করুক, সমাধান না হলে তার পর আন্দোলন। সরকার ও আমরা ছাত্রদের বিরুদ্ধে কোন পদক্ষেপে নিতে বা কঠোর হতে চাই না। কারন তারা আমাদের সন্তান,কারো ভাই,কারো বোন। তারা তাদের ন্যায় সংগত দাবি জানাবে। আমরা তাদের বুঝিয়ে চেষ্টা করব আন্দোলন থামাতে।

তিনি আরও বলেন,ছাত্ররা রাস্তায় না নেমে দাবী নিয়ে আলোচনা করতে পারে। সোহরাওয়ার্দী উদ্যানে এসেও তাদের ক্ষোভ প্রকাশ করতে পারে। ছাত্রদের প্রতিনিধি গিয়েও আমাদের সাথে আলোচনা করতে পারে। এক কলেজের সাথে আরেক কলেজের যে সমস্যা হচ্ছে ছাত্রদের প্রতিনিধি ও শিক্ষকরা বসে আলোচনা করতে পারে। আমরা অনুরোধ করব ছাত্ররা যেন রাস্তায় না নামে। দাবী নিয়ে আলোচনা করে। আমরা চাই না কঠোর হতে। কঠোর হলে আপনারই বলবেন আগের সরকারের মত হয়ে গেছি। আমরা চাই না আগের সরকারের মত রুক্ষ ব্যবহার করতে। আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই।

পরে গুরমার হাওর ও টাংগুয়ার হাওর পরিদর্শনে যান দুই উপদেষ্টা। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা গন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT