অনলাইন ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আল আইন শহরে বসবাস করা বাংলাদেশি প্রবাসী মিন্টু লটারি জিতে বাজিমাত করেছেন।
বিগ টিকেট নামের একটি প্রতিষ্ঠান ড্রিম কার নামে লটারির আয়োজন করে। আর সেই দেড়শ’ দিরহামের টিকেট কেটেই গাড়ি জিতেছেন মিন্টু।
একটি সেলুনে কাজ করেন মিন্টু। তিনি বলেছেন, ‘যখন দেখলাম আমি জিতেছি, নিজের কানকেই আমি বিশ্বাস করতে পারছিলাম না।’
২০০৯ সাল থেকে আবুধাবিতে বসবাস করছেন মিন্টু। তিনি বলেছেন, ‘আমার ভাই আমাকে প্রথমে খবরটা দেয়, বন্ধুদের নিয়ে সেই খবর যাচাই করি।’ ‘এটা আমার এবং আমার স্ত্রী সন্তানদের জন্য খুব খুশির মুহূর্ত। এই খবর শুনে তারাও বেশ খুশি।’
এবার নিজেই সংযুক্ত আরব আমিরাতে খুলতে চান মিন্টু। পরিবারের সদস্যদের নিয়ে যেতে চান সেখানে।
সূত্র: খালিজ টাইমস