স্পোর্টস ডেস্ক :
শ্রীলংকা সফরে গিয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় স্বাগতিকদের হারিয়ে তাক লাগিয়ে দেয় আফগানিস্তান।
সিরিজের প্রথম ম্যাচে ২৬৮ রানে অলআউট হয় শ্রীলংকা। জবাবে ইব্রাহিম জাদরানের ৯৮ রানের ইনিংসে ভর করে অনায়াসেই জয় পায় আফগানিস্তান।
সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩২৪ রানের বিশাল টার্গেট তাড়ায় ১৯১ রানে অলআউট হওয়া আফগানিস্তান ম্যাচ হারে ১৩২ রানে।
বুধবার সিরিজ নির্ধারণী ম্যাচে লংকান দুই পেসার দুশমন্থ চামিরা ও লাহিরু কুমারার গতি আর ওয়ানেন্দ্র হাসারঙ্গার স্পিনে বিভ্রান্ত হয়ে র মুখে পড়ে ২২.২ ওভারে ১১৬ রানে অলআউট হয় আফগানিস্তান।
দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করে করেন ইব্রাহিম জাদরান ও মোহাম্মদ নবি। শ্রীলংকার হয়ে চামিরা নেন ৪ উইকেট। ৩ উইকেট নেন হাসারঙ্গা। আর ২ উইকেট নেন লাহিরু কুমারা।
মামুলি স্কোর তাড়া করতে নেমে মাত্র ১৬ ওভারে এক উইকেট হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে স্বাগতিক শ্রীলংকা। দলের হয়ে ৫১ রানে ফেরেন পাথুম নিশানকা। ৫৬ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন দিমুথ করুনারত্নে।