পটুয়াখালী প্রতিনিধি
মাত্র দুই দিনের ব্যবধানে পটুয়াখালীর কলাপাড়ায় নদীতে দেখা মিলেছে আরও একটি জীবিত ডলফিনের । এটি প্রায় ৮ ফুট লম্বা। ডলফিনটির চোখমুখসহ শরীরের বিভিন্ন স্থানে ছোট ছোট আঘাতের চিহ্ন রয়েছে। রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে জোয়ারে আন্ধারমানিক নদীর জালালপুর পয়েন্টে এ ডলফিনটি দেখতে পান স্থানীয় লোকজন।
খবর পেয়ে কুয়াকাটার ডলফিন রক্ষা কমিটি এবং এ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা এসে এটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে ওই গ্রামের একটি পুকুরে ছেড়ে দিয়ে পর্যবেক্ষণে রাখেন তারা।
এ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্য আলমুনজির বলেন, এ ডলফিনটি মূলত স্টেনেলা অ্যাটেনুয়াটা প্রজাতির। জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে আসার পর স্থানীয় বাসিন্দারা এটিকে দেখতে পান।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার, জীবিত ডলফিনটি জালালপুর গ্রামের আন্ধারমানিক নদীর তীরে আসার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে চলে যাই। এটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে একটি পুকুরে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পুরোপুরি সুস্থ হলে সাগরে মোহনায় অবমুক্ত করা হবে বলে তিনি জানান।
আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ অ্যাকটিভিটির পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সমুদ্রের পরিবেশ নষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণীগুলো দিনে দিনে মারা যাচ্ছে। জীবিত আবস্থায় ভেসে আসা ডলফিনটি এটির বৈজ্ঞানিক নাম হল প্যানট্রপিক্যাল স্পটড ডলফিন। এটি বিশ্বের সমস্ত নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্মমণ্ডলীয় মহাসাগরের একটি ডলফিন।