সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২২.১°সে

আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হচ্ছে আরও চারটি: সংসদে বিল

অনলাইন ডেস্ক:
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানিয়েছেন, দেশে বর্তমানে ১০টি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম রয়েছে। আরও ৪টি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করার পরিকল্পনা সরকারের রয়েছে। কক্সবাজার, কুমিল্লা, ফেনী ও মানিকগঞ্জ জেলায় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বেগম নাজমা আকতারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে বিদ্যমান আন্তর্জাতিক মানের ১০টি স্টেডিয়াম হলো- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা; শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা; খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, নারায়ণগঞ্জ; শহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া; জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম (বিভাগীয় স্টেডিয়াম); এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম; শেষ আবু নাসের স্টেডিয়াম, খুলনা (বিভাগীয় স্টেডিয়াম); সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট (বিভাগীয় স্টেডিয়াম); বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম, কমলাপুর, ঢাকা এবং মওলানা ভাসানী হকি স্টেডিয়াম, ঢাকা।

সারা দেশে গ্রামীণ সড়কের ১ লাখ ৪১ হাজার কিমি. পাকা: স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতায় সারা দেশের ৩ লাখ ৫৩ হাজার ৩৫২ কিলোমিটার সড়ক পাকা করার লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

মন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশে পাকা সড়কের দৈর্ঘ্য ১ লাখ ৪০ হাজার ৬৯৯ কিলোমিটার এবং কাঁচা সড়কের দৈর্ঘ্য ২ লাখ ১২ হাজার ৬৫৩ কিলোমিটার।

বৃহস্পতিবার জাতীয় সংসদে দিদারুল আলমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, কাঁচা সড়ক পাকাকরণ একটি চলমান প্রক্রিয়া। প্রয়োজনীয় অর্থ পেলে কাঁচা সড়কের গুরুত্ব ও অগ্রাধিকার বিবেচনা করে পর্যায়ক্রমে পাকা করা হচ্ছে।

ঢাকা শহরে জনসংখ্যা: হাজী মো. সেলিমের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঢাকা শহরের জনসংখ্যা ২ কোটি ১০ লাখ। যার সবাই ঢাকা ওয়াসার পরিষেবা গ্রহণ করেছে। তবে মিটারভিত্তিক গ্রাহক ৩ লাখ ৮৭ হাজার।

ঢাকায় দৈনিক পানির চাহিদা: একই প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঋতুভেদে ঢাকায় দৈনিক পানির চাহিদা ২১০-২৬০ কোটি লিটার; যার পুরোটাই ঢাকা ওয়াসা সরবরাহ করে থাকে। ঢাকা ওয়াসার দৈনিক পানি উৎপাদন সক্ষমতা ২৭৫-২৮০ কোটি লিটার।

সমবায় কৃষকদের খেলাপি ঋণ: নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে সমবায় অধিদফতর এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বর্তমানে সারা দেশে সমবায় কৃষকদের খেলাপি ঋণের পরিমাণ ১৪০ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার টাকা।

নিবন্ধিত কোম্পানি: মোজাফফর হোসেনের প্রশ্নের জবাবে সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) তথ্য অনুযায়ী ২০১৩ থেকে ২০২৩ সালের মে পর্যন্ত ১ হাজার ২৪৭টি কোম্পানি নিবন্ধিত হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বিজয়নগরে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিতে বাধা, আহত অন্তত ২০
ঈদে মিলাদুন্নবীর মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত ১
সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তসহ আটক ৪
রেকর্ড গড়ে প্রত্যাবর্তনের গল্প লিখলেন মেসি
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেফতার
পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান ড. ইউনূস

আরও খবর